Bike Loan

Suzuki GSX-85: রাস্তা দখলের দৌড়ে সুজুকির নয়া বাইক! স্পিড এমন পাশ দিয়ে গেলে তাকানোর সুযোগ পাবেন না, কিনবেন নাকি?

Aindrila Dhani

Published on:

suzuki-gsx-85-bike-2024

Suzuki GSX-85: দুর্ধর্ষ লুক আর পারফরমেন্স নিয়ে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে সুজুকির এই বাইক। এবার কাওয়াসাকির মার্কেট শেষ। সম্পূর্ণ কালো রংয়ের এই বাইকটি রাস্তায় বেরোলে সবার চোখ নিজের দিকে আকৃষ্ট করবে। অ্যাগ্রেসিভ লুকের পাশাপাশি এতে রয়েছে স্টাইলিশ চাকা। রোডস্টারের জগতে এটি নতুন সংযোজন। সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের ওপর এটি তৈরি করা হয়েছে।

সুজুকির এই বাইকটি ইতালিতে অনুষ্ঠিত 2022 EICMA-তে প্রথমবার পেশ করা হয়েছিল। এর ডিজাইন স্পোর্টি বাইকের মত রাখা হয়েছে। এতে এলইডি হেডল্যাম্প আর শার্প ট্যাঙ্ক স্রাউড দিয়েছে কোম্পানি। এছাড়া মাস্কুলার ফিউল ট্যাংক যুক্ত করা হয়েছে। Suzuki GSX-S1000 -এর সাথে এই বাইকের বেশ কিছু মিল আপনারা খুঁজে পেতে পারেন।

   

Suzuki GSX-85: শক্তিশালী ইঞ্জিন

এই বাইকে 776cc-র লিকুইড কুল্ড, 2 সিলিন্ডার, BS6, ফিউল ইনজেক্টেড পেট্রোল ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এতে আপনারা তিনটি রাইডিং মোড পেয়ে যাবেন। ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স যুক্ত রয়েছে। বাইকের কম্প্রেশন রেশিও 12.8:1। এতে 14 লিটারের ফিউল ট্যাংক ব্যবহার করা হয়েছে।

Suzuki GSX-85: সেফটি ফিচার্স

এই স্পোর্টি লুকিং বাইকের সামনে ইনভার্টেড টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনে সিঙ্গেল শক অয়েল ডাম্পড সাসপেনশন রয়েছে। সুরক্ষার জন্য সামনের চাকায় 310 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় 240 মিলিমিটারের ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে। এছাড়া ডুয়াল চ্যানেল ABS রয়েছে। কোম্পানি Suzuki GSX-85 -এ 17 ইঞ্চির চাকা আর টিউবলেস টায়ার দিয়েছে।

Suzuki GSX-85: ডাইমেনশন

আসন্ন বাইকটির কার্ব ওয়েট 202 কেজি। এর দৈর্ঘ্য 2115 মিলিমিটার, প্রস্থ 775 মিলিমিটার আর উচ্চতা 1105 মিলিমিটার। Suzuki GSX-85 -এর সিটের উচ্চতা 810 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 145 মিলিমিটার আর হুইলবেস 1465 মিলিমিটার।

Suzuki GSX-85: ফিচার্স

এই বাইকে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল পেয়ে যাবেন।‌ এতে ডিজিটাল অডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ফিউল গেজ, ডিজিটাল ফিউল গেজ, ডিজিটাল ট্যাকোমিটার, স্ট্যান্ড অ্যালার্ম, ডিজিটাল ট্রিপমিটার, ক্লক ইত্যাদি রয়েছে। এছাড়া এলইডি হেডলাইট, এলইডি টেইল লাইট, এলইডি টার্ন সিগন্যাল, পাস লাইট, ইলেকট্রিক স্টার্ট, কিল সুইচ রয়েছে।

Suzuki GSX-85: দাম

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Suzuki GSX-85 চলতি বছরের 30 শে সেপ্টেম্বর লঞ্চ হতে পারে। এর আনুমানিক দাম 10 লাখ টাকা থেকে 11 লাখ টাকার মধ্যে।