Suzuki Burgman Street 125 একটি বহুমুখী স্কুটার। এই মডেলে আপনারা স্টাইল, পারফরম্যান্স আর দক্ষতা খুঁজে পাবেন। নতুন স্কুটার কেনার আগে দেখে নিন এই সমস্ত তথ্য।
Suzuki Burgman Street 125-র স্পেসিফিকেশন
Suzuki Burgman Street 125 কেনার সময় সবার প্রথমে আপনাদের মনে এই স্কুটারের মাইলে সম্পর্কে প্রশ্ন আসতে পারে। ARAI অনুযায়ী, এই স্কুটারটি প্রতি লিটারে 58.5 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। ফলে আপনারা প্রতিদিন এটি ব্যবহার করতে পারবেন। এই স্কুটারে 124 cc BS6 ইঞ্জিন যুক্ত করা হয়েছে। এটি 8.58 bhp শক্তি ও 10 Nm টর্ক উৎপাদনে সক্ষম। এই মডেলটির ওজন 110 কিলোগ্রাম। আপনারা সহজেই শহরের অলিতে-গলিতে এই স্কুটার চালাতে পারবেন।
Suzuki Burgman Street 125 স্কুটারে আপনারা Standard ও Ride connection এডিশন পেয়ে যাবেন। এবার যদি দামের কথা বলি, এই স্কুটারের দাম শুরু হচ্ছে 50 হাজার টাকা থেকে। এর টপ ভেরিয়েন্ট এর দাম 1 লাখ 17 হাজার 43 টাকা। দাম নির্ভর করবে স্কুটারটির ভেরিয়েন্ট আর ফিচারস এর ওপর।
আরো পড়ুন: Chetak Urbane 2024 : ফুল চার্জে 127 কিলোমিটার, মাত্র 22 হাজার টাকায় লঞ্চ হয়ে গেল ইলেকট্রিক স্কুটার!
এই স্কুটারে apron mounted headlight, wide footboard, step up seat ও side slung exhaust রয়েছে। এতে আপনারা 13 টি রংয়ের অপশন পেয়ে যাবেন। আপনারা চাইলে পার্সোনালাইজ করতে পারবেন। এই স্কুটারটি E20 মডেল। এই কারণে 80 শতাংশ পেট্রোল আর 20 শতাংশ ইথানলের মিশ্রণে এটি চালানো যাবে। এর সামনে রয়েছে telescopic forks আর পিছনে রয়েছে single spring।
এই বাইকটির সামনের ডিস্ক ব্রেক আর পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। আর সুরক্ষার জন্য দেওয়া হয়েছে CBS। স্টাইল, মাইলেজ আর পারফরম্যান্সের দিক থেকে এই স্কুটারটি Aprilia SXR 125, Yamaha Fascino 125, RayZR এর সাথে প্রতিযোগিতা করবে।