Bike Loan

Suzuki Access 125: অ্যাডভান্স ফিচার সহ ঝাক্কাস লুক! বাজারে সুজুকির স্কুটি, দৌড়বে 45 কিমি

Aindrila Dhani

Published on:

suzuki-access-125-scooty-has-a-mileage-of-45-km-per-liter

মারুতি সুজুকি বাজারে নিয়ে এসেছে ঝাক্কাস স্কুটার। ভারতীয় মার্কেটে এই কোম্পানির ব্যবসার রমরমা। এই কোম্পানির গাড়ি গ্রাহকরা বেশ পছন্দ করেন। ভারতের রাস্তায়
মারুতি সুজুকির বাইকও আপনারা দেখতে পেয়ে যাবেন। এবার এই কোম্পানি নতুন স্কুটার পেশ করতে চলেছে।

এই স্কুটারে অনেক ফিচার পেয়ে যাবেন। এছাড়া প্রতি লিটারে 64 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে এটি। আজকের প্রতিবেদনে আমরা কথা বলছি Suzuki Access 125-এর সম্পর্কে। ভারতে 125cc সেগমেন্টের চাহিদা হঠাৎ করেই অনেকটা বেড়ে গেছে। এই কারণে 125cc সেগমেন্টে নিত্য নতুন মডেল লঞ্চ করা শুরু করেছে কোম্পানিগুলি। এক্ষেত্রে আর পিছিয়ে থাকছে না মারুতি সুজুকি। জেনে নিন বিস্তারিত।

Suzuki Access 125: ইঞ্জিন

এই স্কুটারে 124cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 6,750 rpm-এ 8.6 bhp শক্তি ও 5,500 rpm-এ 10 Nm টর্ক উৎপাদন করে। এটি বাস্তব জগতে প্রতি লিটারে 45 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।

Suzuki Access 125 বাইকের ফিচার্স

Suzuki Access 125-এ টার্ন বাই টার্ন নেভিগেশন, ইনকামিং কল, হোয়াটসঅ্যাপ এলার্ট ডিসপ্লে, মেসেজ নোটিফিকেশন, ইঞ্জিন কিল সুইচ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কন্ট্রোল, ফ্রন্ট ও রেয়ার ক্যারি হুক, USB চার্জিং পোর্ট, মিসড কল এলার্ট ও নেভিগেশন ইত্যাদি ফিচার রয়েছে। এর পাশাপাশি LED হেডলাইট, অ্যালয় হুইল, পুশ বাটন, সেন্ট্রাল লক সিস্টেম ইত্যাদি রয়েছে‌। গ্রাহকদের প্রয়োজনীয়তার দিকে কোম্পানি সম্পূর্ণ খেয়াল রেখেছে।

Suzuki Access 125 বাইকের দাম

ভারতীয় বাজারে Suzuki Access 125-এর এক্স শোরুম দাম 80 হাজার টাকা থেকে 89 হাজার টাকার মধ্যে।