Bike Loan

Splendor Plus Xtec 2: এই বাইকের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়! খরচ কম, চালিয়েও দারুণ মজা

Aindrila Dhani

Updated on:

splendor-plus-xtec-20-launched-2024

Hero Motocorp ভারতে Splendor Plus Xtec 2.0 লঞ্চ করেছে। এই লেটেস্ট এডিশনে ডবল টোন পেইন্ট স্কিম রয়েছে। এতে আপনারা ম্যাট গ্রে, গ্লস ব্ল্যাক আর গ্লস রেড রংয়ের অপশন পেয়ে যাবেন। এছাড়া এই কমিউটার মডেলে LED হেডলাইট ও রিভাইস গ্রাফিক্স রয়েছে।

এতে কমিউটার বিল্ড অক্ষত রয়েছে। আপনারা ন্যূনতম বডিওয়ার্ক সহ একই ধরনের ডিজাইন দেখতে পাবেন এই নতুন মডেলে। Splendor Plus Xtec 2.0-তে সাইড হুক রয়েছে। এতে টিউবুলার গ্র্যাব রেলও দেওয়া হয়েছে। এই কমিউটার বাইকে ক্রোম ফিনিশ ইঞ্জিন ক্র্যাশ গার্ড বজায় রেখেছে কোম্পানি।

Splendor Plus Xtec 2.0-এর ইঞ্জিন

Splendor Plus Xtec 2.0-তে 100cc-র সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 7.09 bhp শক্তি এবং 8.05 Nm টর্ক তৈরি করে। এই বাইকে ইঞ্জিনের সাথে 4‌ স্পিড গিয়ারবক্স রয়েছে।‌

Splendor Plus Xtec 2.0-এর ফিচার্স‌

হার্ডওয়্যারের দিক থেকে বলতে গেলে, Hero Splendor Plus Xtec 2.0-তে খুবই নূন্যতম ফিচার্স যুক্ত করা হয়েছে। এতে আপনারা টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও ডুয়াল রিয়ার স্প্রিংস পেয়ে যাবেন। এছাড়া সামনের ও পিছনের দিকে সুরক্ষার জন্য ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এতে আপনারা বেশকিছু প্রয়োজনীয় ফিচার্স দেখতে পাবেন। যেমন, এই বাইকে একটি USB চার্জিং সাপোর্ট রয়েছে। পাশাপাশি বাইকটি চালানোর সময় আপনারা কল এবং SMS-এর নোটিফিকেশন পাবেন। Splendor Plus Xtec 2.0-তে বেসিক কিছু ইনফরমেশনের জন্য ব্লুটুথ কানেক্টিভিটি সহ সম্পূর্ণ ডিজিটাল কনসোল যুক্ত করেছে কোম্পানি।

Splendor Plus Xtec 2.0-এর দাম

পুরানো মডেলের সাথে তুলনা করলে Splendor Plus Xtec 2.0-এর দাম আরও 3 হাজার টাকা বেশি। Splendor Plus Xtec-এর এক্স শোরুম দাম 79 হাজার 707 টাকা। আর Splendor Plus Xtec 2.0-এর এক্স শোরুম দাম 82 হাজার 911 টাকা। এটি Honda Shine 100-এর প্রতিদ্বন্দ্বী। সম্প্রতি Honda Shine 3-লক্ষ ইউনিট মডেল বিক্রির মার্ক স্পর্শ করেছে।