Bike Loan

Skyworth EV6: যুবকদের মন হবে তোলপাড়! সিঙ্গেল চার্জে রেঞ্জ 600 কিমি, লুক দেখলে প্রেমে পড়তে বাধ্য

Aindrila Dhani

Published on:

skyworth-ev6-range-price

Skyworth EV6 : Skyworth একটি ইলেকট্রিক যানবাহন নির্মাণ কোম্পানি। এই কোম্পানি তাদের গাড়ি চীনা বাজারে লঞ্চ করেছে। এবার কি তবে ভারতের পালা?

   

আপনি কি একটি আকর্ষণীয় স্টাইলের গাড়ি কিনতে চাইছেন? Skyworth-এর নতুন মডেলের লুক কিন্তু বেশ নজর করা। রাস্তার ভিড়েও সবার চোখ থাকবে আপনার গাড়ির দিকেই। আমরা কথা বলছি Skyworth EV6-এর সম্বন্ধে। এই ইলেকট্রিক গাড়িতে 12.3 ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাবেন। এটি চারটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। সিঙ্গেল চার্জে 600 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম এই মডেল।

Skyworth EV6: ফিচার্স

সবার প্রথমে আমরা এই ইলেকট্রিক গাড়ির ফিচার্স সম্পর্কে কথা বলব। Skyworth EV6-এ টাচ সেন্সিটিভ এলসিডি স্ক্রিন, এলসিডি ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, 12.3 ইঞ্চির ডিসপ্লে, মাল্টিমিডিয়া, নেভিগেশন, স্মার্টফোন কানেক্টিভিটি, রিয়াল টাইম জিপিএস ও সানরুফের মতো ফিচার্স রয়েছে। এই গাড়িতে চারটি পৃথক ভ্যারিয়েন্ট রয়েছে। যথা :- Air, Plus, Max ও President।

Skyworth EV6: ব্যাটারি

Skyworth EV6 আলাদা আলাদা ভ্যারিয়েন্টে উপলব্ধ। এই ইলেকট্রিক গাড়ির Air ভ্যারিয়েন্টে 72 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যা সিঙ্গেল চার্জে 530 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এই গাড়ির অন্য ভ্যারিয়েন্টে 86 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যা একবার সম্পূর্ণ চার্জে 600 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

Skyworth EV6: দাম

চীনে Skyworth EV6-এর দাম 1 লাখ 56 হাজার 800 ইউয়ান। ভারতীয় মূদ্রায় যা 18 লাখ টাকার আশেপাশে। তবে এই গাড়ি ভারতে লঞ্চ হওয়ার কোনো খবর নেই। আপাতত চীনা বাজারে এই গাড়ি উপলব্ধ।