Skoda Superb: ভারতের লাক্সারি গাড়ির সেগমেন্টে Skoda Superb এখন হুলুস্থুল মাতাচ্ছে। এই গাড়ির দাম সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে। কিন্তু এর ফিচার ও ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির। আপনি যদি পরিবার অথবা ব্যবসার জন্য গাড়ি কেনার প্ল্যান করে থাকেন, তবে Skoda Superb সম্পর্কে জেনে রাখুন।
এই গাড়িতে এলইডি হেড ল্যাম্প রয়েছে। এছাড়া পাওয়ার সিট রয়েছে। এর পাশাপাশি বেশ কিছু সেফ্টি ফিচারের সুবিধা পেয়ে যাবেন এই গাড়িতে। এই লাক্সারি গাড়িতে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি।
Skoda Superb: ফিচার্স
Skoda Superb-এ আপনি LED হেডল্যাম্প এবং টেইল ল্যাম্পের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া 17 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। এই গাড়িতে আপনি দুর্দান্ত ডিজাইন দেখতে পাবেন। এছাড়া পাওয়ার সিট, প্যানোরামিক সানরুফ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের মতো অনেক ফিচার্স পেয়ে যাবেন। এছাড়া একাধিক এয়ারব্যাগ, ABS, EBD, ট্র্যাকশন কন্ট্রোল, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলের মতো সেফ্টি ফিচার্স ইত্যাদি রয়েছে।
Skoda Superb: ইঞ্জিন
আপনি এই গাড়িতে শক্তিশালী ইঞ্জিনের সুবিধা পেয়ে যাবেন। এই গাড়িটি 2.0 লিটারের TSI টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিন রয়েছে। যা 190 bhp শক্তি এবং 320 nm টর্ক জেনারেট করতে সক্ষম।
Skoda Superb: দাম
দামের কথা বলতে গেলে, এর পারফরম্যান্স ও ফিচারের তুলনায় দাম অনেকটাই কম। এই গাড়ির দাম 30 লাখ টাকার আশেপাশে।