Bike Loan

Skoda Epiq EV: লাগবে না পেট্রোল দৌড়বে 500 কিমি! বাজারে আসতেই হইচই, চেহারাই মন মজেছে সবার

Aindrila Dhani

Published on:

skoda-epiq-electric-car-news

Skoda Epiq EV: ইলেকট্রিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদার কারণে Skoda তাদের সেরা ইলেকট্রিক গাড়ি Skoda Epiq EV লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। এই ইলেকট্রিক গাড়িটি ইতিমধ্যে বিশ্বব্যাপী ডেবিউ করেছে। এখন রিপোর্ট অনুযায়ী, এই গাড়ি ভারতে 2025 সালের মধ্যে পেশ হতে পারে।

   

এই ইলেকট্রিক গাড়িটি আগামী দিনে টাটা পাঞ্চ ইভি এবং নেক্সন ইভির মতো ইলেকট্রিক গাড়িগুলিকে জোরদার টক্কর দেবে। আপনিও যদি নতুন ইলেকট্রিক গাড়ি কেনার প্ল্যানে থাকেন তাহলে আজকের প্রতিবেদন অবশ্যই পড়ুন। তো চলুন জেনে নেওয়া যাক Skoda Epiq EV-র সম্পর্কে।

Skoda Epiq EV: ফিচার্স

Skoda Epiq EV-র ফিচার্স সম্পর্কে বলতে গেলে, গ্রাহকদের সুবিধার্থে এটিকে ডাবল টোন থিমে ডিজাইন করা হয়েছে। এতে ক্লাটার মুক্ত ডিজাইন দেখা দেখতে পাবেন। এই ইলেকট্রিক গাড়িটিতে টু-স্পোক স্টিয়ারিং হুইল এবং 5.3 ইঞ্চির ভার্চুয়াল ককপিট রয়েছে। এছাড়াও এতে একটি 13 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমও পেয়ে যাবেন। এর পাশাপাশি আরও কিছু রিপোর্টে বলা হয়েছে যে এই গাড়িতে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা থাকতে পারে। তবে এখন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই সম্পর্কে তেমন কোনো তথ্য জানানো হয়নি। আশা করা যাচ্ছে, লঞ্চের সময় কোম্পানি এই সম্পর্কে জানাবে।

Skoda Epiq EV: রেঞ্জ

Skoda Epiq EV-র ব্যাটারি এবং রেঞ্জ সম্পর্কে এবার কথা বলা যাক। কোম্পানি এই গাড়িতে 38 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটি থেকে 56 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারে। যার ফলে এই ইলেকট্রিক গাড়ি একবার সম্পূর্ণ চার্জে 400 কিলোমিটার থেকে 500 কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। একই সাথে ফাস্ট ডিসি চার্জারের মাধ্যমে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পেয়ে যাবেন।

Skoda Epiq EV: দাম

Skoda Epiq EV-র দাম সম্পর্কে বলতে গেলে, এই ইলেকট্রিক গাড়ির দাম নিয়ে কোনও অফিসিয়াল তথ্য কোম্পানি দেয়নি। তবে রিপোর্ট অনুযায়ী, এই ইলেকট্রিক গাড়িটি প্রায় 23 লক্ষ টাকার প্রারম্ভিক এক্স শোরুম দামে পাওয়া যেতে পারে।