Bike Loan

Seeka SBolt: তরুণদের চমক দিতে আসছে ড্যাশিং বাইক! এক চার্জে ছুটবে 165 কিমি

Aindrila Dhani

Published on:

seeka-sbolt-price

বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে পেট্রোল আর ডিজেলের উর্ধ্বমুখী দামের কারণে বহু মানুষ ইলেকট্রিক বাইকের ব্যবহার শুরু করেছেন। এতে যেমন জ্বালানি তেলের খরচ বেঁচে যায়, তেমনই পরিবেশ দূষণের হাত থেকেও রক্ষা পায়। সম্প্রতি ভারতের রাস্তায় একটি নতুন ইলেকট্রিক বাইক দেখা গেছে। আর তারপর থেকেই এই মডেলটি চর্চায় উঠে এসেছে। মডেলটির নাম কী? কেমন রেঞ্জ দেয়? দাম কত? জেনে নিন আজকের প্রতিবেদনে।

সম্প্রতি Seeka SBolt নামের একটি ইলেকট্রিক বাইককে ভারতের রাস্তায় দেখা গেছে। দুর্দান্ত লুকের পাশাপাশি, এই মডেলটির গতিবেগ কিন্তু মন্দ নয়। যেকোন স্পোর্টস বাইককে টক্কর দিতে পারবে এটি। এই ইলেকট্রিক বাইকটি বিশেষতঃ যুবকদের জন্য ডিজাইন করা হয়েছে।

Seeka SBolt বাইকের ইলেকট্রিক মোটর আর সর্বোচ্চ গতি

যুবকরা স্পোর্টি লুকের বাইক সাধারণত বেশি পছন্দ করে থাকেন। এছাড়া বাইকের স্পিড যদি ভালো হয় তাহলে তো কথাই নেই। এই ইলেকট্রিক বাইকটিও ঠিক তেমন। Seeka SBolt-কে স্পোর্টস বাইকের মত ডিজাইন করা হয়েছে। এটি কিন্তু কয়েক মাস আগেই ভারতে লঞ্চ হয়েছে। আর এই অল্প সময়ের মধ্যেই দুর্দান্ত পারফরমেন্স আর ডিজাইনের কারণে গ্রাহকদের মন জিতে নিয়েছে। এই ইলেকট্রিক বাইকে 4600 ওয়াটের BLDC টেকনোলজি সমৃদ্ধ ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। এই শক্তিশালী মোটরের কারণে Seeka SBolt প্রতি ঘন্টায় সর্বোচ্চ 105 কিলোমিটার বেগে ছুটতে পারে।

Seeka SBolt: শক্তিশালী ব্যাটারি ও রেঞ্জ

বর্তমান সময়ে ভারতীয় মার্কেটে আপনারা একাধিক ইলেকট্রিক বাইক পেয়ে যাবেন। কিন্তু আপনার বাজেটের মধ্যে শক্তিশালী ব্যাটারি আর দারুন রেঞ্জের ইলেকট্রিক বাইক কি পাবেন? Seeka SBolt বাইকে রয়েছে 3.96 kWh-এর লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। এটি একবার সম্পূর্ণ চার্জ করলেই কোন সমস্যা ছাড়া 165 কিলোমিটার পথ যেতে পারে। ডিজাইন, মোটর আর ব্যাটারির দিক থেকে কিন্তু এই মডেলটি অনেক বড় বড় বাইককে হার মানিয়ে দেবে। এবার দেখা যাক ফিচার্সের মাধ্যমে এটি গ্রাহকদের মন কতটা জিততে পারবে?

Seeka SBolt-র ফিচার্স

এই ইলেকট্রিক বাইকে রয়েছে কম্বি ব্রেকিং সিস্টেম। এছাড়া এতে রয়েছে এন্টিথেফ্ট সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে আর সাইড স্ট্যান্ড সেন্সর। Seeka SBolt -এ রিভার্স গিয়ার, USB চার্জার, RARB টেকনোলজি -র সুবিধা রয়েছে। এছাড়া এই ইলেকট্রিক বাইকে টিউবলেস টায়ারের ব্যবহার করা হয়েছে। এই মডেলে আপনারা মনো রেয়ার শক অ্যাবজর্ভার আর USD ফ্রন্ট শক অ্যাবজর্ভার পেয়ে যাবেন।

Seeka SBolt বাইকের দাম

এই ইলেকট্রিক বাইকে 3 বছরের ওয়ারেন্টি রয়েছে। এর এক্স শোরুম দাম 1.3 লাখ টাকা।