Bike Loan

Yamaha R15: মন যে করে উরু উরু! চালকদের মন জয় করবে ইয়ামাহা, 60 হাজার টাকার কমে সেরা বাইক

Published on:

Yamaha R15: আপনি কি নতুন বাইক কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ একটি বিকল্প। ইয়ামাহা নিয়ে এসেছে দুর্দান্ত স্পোর্টস বাইক। Yamaha R15 আপনারা বেশ কম দামে কিনতে পারবেন। অনলাইন মার্কেটে খুব কমে এই বাইকটি পাওয়া যাচ্ছে।

   

Yamaha R15-এর দিকে একবার তাকালে চোখ ফেরাতে পারবেন না। এই বাইকের ডিজাইন ভীষণ নজর করা। এগ্রেসিভ ও স্পোর্টি লুকের কারণে এই বাইক গ্রাহকদের বেশ পছন্দের। এতে তীক্ষ্ণ ফেইরিং, মাস্কুলার ফিউল ট্যাংক আর স্টাইলিশ এলইডি হেডল্যাম্প পেয়ে যাবেন।

Yamaha R15: ইঞ্জিন ও পারফরম্যান্স

এই বাইকে 155সিসির লিকুইড কুল্ড, 4 স্ট্রোক, SOHC ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন আপনাদের দুর্দান্ত পিকআপ আর গতিবেগ প্রদান করতে সক্ষম। শহরের ভিড় রাস্তা হোক বা হাইওয়ে যেকোনো জায়গায় ভালো পারফরম্যান্স দিতে পারে Yamaha R15। লম্বা সফরে যাওয়ার জন্য এটি দারুণ বিকল্প।

Yamaha R15: মাইলেজ

এবার আমরা Yamaha R15-এর মাইলেজ সম্পর্কে কথা বলব। এই বাইক কিনলে আপনাদের পেট্রোল খরচ বেশ খানিকটা সাশ্রয় হবে। প্রতি লিটার পেট্রোলে এই বাইক 45 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।

Yamaha R15: ফিচার্স

এতে আপনারা এলইডি হেডলাইট, এলইডি টেইল লাইট, ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার ও হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটরের মতো একাধিক প্রয়োজনীয় ফিচার্স পেয়ে যাবেন। এই বাইকের হ্যান্ডলিং বেশ ভালো। যখন যে ভাবে হোক এই বাইক হ্যান্ডেল করতে পারবেন।

Yamaha R15 : দাম

এই বাইক আপনারা OLX-এ মাত্র 58 হাজার টাকায় পেয়ে যাবেন। এটি 2016 সালের মডেল।