Bike Loan

SBH 57: হেলমেটে শোনা যাবে গান, ধরা যাবে কল! দাম শুরু হচ্ছে 3 হাজার টাকা থেকে

Aindrila Dhani

Published on:

sbh-57-price-2024

গোটা দেশজুড়ে বিভিন্ন কোম্পানির হেলমেট উপলব্ধ রয়েছে। কিছু আপনারা কম বাজেটে পাবেন, আবার কিছু কিছু হেলমেটের দাম অনেকটাই বেশি। বেশি দামের পাশাপাশি এইসব হেলমেটগুলিতে একাধিক ফিচার্স পেয়ে যাবেন আপনারা। এবার স্টিলবোর্ড নিয়ে এসেছে নতুন হেলমেট। এটির দাম বেশি না হলেও, এতে রয়েছে বেশ কিছু আধুনিক ফিচার। জেনে নিন বিস্তারিত।

বাইক চালানোর জন্য হেলমেট ভীষণ দরকারি‌। এটি যেমন এক্সিডেন্টের সময় আপনার মাথাকে রক্ষা করবে, ঠিক তেমনই ট্রাফিক পুলিশের হাত থেকেও বাঁচাবে। কোন ব্যক্তি হেলমেট ছাড়া যদি রাস্তায় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েন তাঁকে চালান দিতে হয়। এর মধ্যেই স্টিলবোর্ডের হেলমেট নির্মাতা কোম্পানি SBH 57 লঞ্চ করেছে। এতে বেশ কিছু আধুনিক ফিচার রয়েছে। এই হেলমেটের ডাকনাম ‘ফাইটার’ দেওয়া হয়েছে। আলাদা আলাদা ভেরিয়েন্টে এটি উপলব্ধ রয়েছে।

SBH 57-এর ফিচার্স

সবার প্রথমেই আমরা এই হেলমেটের ফিচার সম্বন্ধে কথা বলব। এতে ডায়নামিক এয়ার ফ্লো ভেন্টিলেশন রয়েছে। এছাড়া এতে রয়েছে EPS সিস্টেম। এই হেলমেটকে সম্পূর্ণ স্পোর্টি লুকে ডিজাইন করা হয়েছে। এর ফিনিশিং কালো রঙের মধ্যে রাখা হয়েছে। এটি আপনারা 3‌টি অপশনে পেয়ে যাবেন। যথা :- মিডিয়াম, লার্জ ও এক্সট্রা লার্জ। SBH 57-এ ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেম দেওয়া হয়েছে। এর সাহায্যে আপনারা ফোনে কথা বলতে পারবেন, আবার গানও শুনতে পারবেন।

SBH 57-এর দাম

এই ফাইটার হেলমেটের দাম শুরু হচ্ছে 3 হাজার টাকা থেকে। এই সম্বন্ধে বিস্তারিত জানতে নিকটবর্তী ডিলারশিপে যোগাযোগ করুন।