গোটা দেশে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বেশ দ্রুতহারে বৃদ্ধি পেয়ে চলেছে। এখন ইলেকট্রিক স্কুটার ও ইলেকট্রিক বাইকের পাশাপাশি ইলেকট্রিক সাইকেল লঞ্চ হতে চলেছে। বেশকিছু কোম্পানি এবার ইলেকট্রিক সাইকেল বানানো শুরু করেছে। বিভিন্ন ফিচার্স সহ বিভিন্ন রেঞ্জের ইলেকট্রিক সাইকেল খুব শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে।
আজ আমরা আপনাদের এমনই একটি ইলেকট্রিক সাইকেলের সম্পর্কে বলব। এতে কোম্পানির তরফ থেকে 10 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার বেগে ছুটতে পারে। জেনে নিন বিস্তারিত।
RYD E2 PLUS Electric Cycle এর ব্যাটারি ও মোটর
এই ইলেকট্রিক সাইকেলে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। RYD E2 PLUS Electric Cycle -এ 7.8h লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। একবার সম্পূর্ণ চার্জে 40 কিলোমিটার পথ যেতে পারে এই ইলেকট্রিক সাইকেল। এছাড়া এই সাইকেলের সাথে আপনারা ফাস্ট চার্জার পেয়ে যাবেন। মাত্র 60 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে RYD E2 PLUS Electric Cycle -এর ব্যাটারি। এই মডেলের পারফরম্যান্স আরও উন্নত করার জন্য এতে 250 ওয়াটের শক্তিশালী মোটর দেওয়া হয়েছে। এই ইলেকট্রিক স্কুটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার বেগে ছুটতে পারে।
RYD E2 PLUS Electric Cycle-এর ফিচার্স
ফিচারের কথা বলতে গেলে, RYD E2 PLUS Electric Cycle -এ আধুনিক ফিচার দেওয়া হয়েছে। এতে ডিস্ক ব্রেক, স্টিলের ফ্রেম, মোটা টায়ার ইত্যাদি রয়েছে। এছাড়া এই ইলেকট্রিক সাইকেলে 27.5 ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। এই মডেলটির ব্যাটারিতে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন।
RYD E2 PLUS Electric Cycle-এর দাম
RYD E2 PLUS Electric Cycle -এর দাম 28 হাজার টাকা। এতে কোম্পানি 10 হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছে। ফলে আপনারা মাত্র 18 হাজার টাকায় এটি কিনতে পারবেন।