Bike Loan

Royal Enfield Bikes: আসতে চলেছে রয়্যাল এনফিল্ডের ধাসু 5টি বাইক! পাওয়া যাবে দুর্দান্ত ফিচার

Gourav Mondal

Published on:

royal-enfield-upcoming-bikes-2024

রয়্যাল এনফিল্ড বিশ্ববাজারে একটি জনপ্রিয় মোটরসাইকেল নির্মাণকারী সংস্থা। ভারতের বাজারে এই বাইকের জনপ্রিয়তা প্রবল। কমবেশি অনেকেই রয়াল এনফিল্ড বাইক (Royal Enfield Bikes) কিনতে চায়। আপনিও কি একজন এনফিল্ড প্রেমী? খুব শীঘ্রই রয়াল এনফিল্ড বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। 

মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড খুব শীঘ্রই ভারতের বাজারে তাদের একাধিক মোটরসাইকেল (Royal Enfield Bikes) নিয়ে আসছে। যার মধ্যে রয়েছে 350cc, 450cc এবং 650cc যুক্ত ইঞ্জিন। ইতিমধ্যে বাইকগুলির টেস্টিং শুরু করেছে সংস্থা। আসন্ন বাইকগুলি 2024-র শেষ বা 2025 সালের শুরুর দিকে বাজারে আসবে (Royal Enfield Upcoming Model 2024)। 

   

রয়্যাল এনফিল্ডের আসন্ন 5টি মোটরবাইক

Guerrilla 450

কিছুদিন আগেই এই বাইকটিকে টেস্টিয়ের জন্য রাস্তায় দেখা গিয়েছে। Royal Enfield Guerrilla 450 বাইকটিতে একটি 452cc লিকুইড কুলড সিঙ্গেল সিলেন্ডার ইঞ্জিন দেওয়া হতে পারে। যা  সর্বোচ্চ 40bhp শক্তি এবং 40Nm টর্ক তৈরি করতে পারে। ইঞ্জিনটি স্লিপার ও অ্যাসিস্ট ক্লাচ দিয়ে সজ্জিত একটি 6 স্পিড ট্রান্সমিশন দ্বারা সজ্জিত। এই বাইকে সাইড মাউন্টেড এক্সজস্ট ইউনিট, স্প্লিট সিট, রাইড মোড সহ আরও অনেক কিছু থাকবে।

Classic 350 Bobber

এই মোটরসাইকেলটি জে-সিরিজ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে নির্মিত গোয়ান ক্লাসিকের একটি স্টাইলিশ ভার্সন। এটিতে Bobber স্টাইল দেওয়া হবে। এটি একটি শক্তিশালী 350cc ইঞ্জিন পেতে পারে, যা 20.2bhp শক্তি এবং 27Nm টর্ক জেনারেট করবে। ট্রান্সমিশনের জন্য এতে 5-স্পীড গিয়ার বক্স দেওয়া হবে। এই বাইকটির এক্স-শোরুম মূল্য শুরু হবে 2.35 লাখ টাকা থেকে।

Classic 650 Twin

এই বাইকে Classic 350-র অনেক ফিচার পাওয়া যাবে। এই বাইকে 648cc প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হবে। যা 47bhp শক্তি এবং 52Nm টর্ক জেনারেট করবে। ইঞ্জিনটি 6 স্পীড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। ইতিমধ্যে বাইকটির কিছু ছবি অনলাইনে ফাঁস হয়েছে।

Bullet 650

650648cc প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন বাজারে আসবে এই বাইকটি। ইঞ্জিনটি 47PS এবং 52.3Nm টর্ক জেনারেট করতে সক্ষম। ইঞ্জিনটি 6 স্পীড কনস্ট্যান্ট মেশ গিয়ারবক্সের সাথে মিলিত। পিছনে ডিস্ক ব্রেক দেওয়া হবে।

Scram 650

রয়্যাল এনফিল্ডের আসন্ন মোটরসাইকেলগুলির মধ্যে Scram 450 বাইকটিও রয়েছে। যেখানে একটি 648cc প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হবে। এটিও Bullet 650-র মতো শক্তি ও টর্ক জেনারেট করবে। কিছুদিন আগেই টেস্টিংয়ের জন্য বাইকটিকে চেন্নাইয়ের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে।