Bike Loan

Royal Enfield Shotgun 650: ভারতীয় রয়্যাল এনফিল্ড এবার বাংলাদেশে? বাইকের গতি শুনলে ঘাম ছুটবে বড় বড় স্পোর্টস বাইকের!

Royal Enfield এর নাম শোনেনি এমন বাইক প্রেমি পাওয়া একেবারে অসম্ভব। এবার এই কোম্পানি তাদের নতুন মডেলের মাধ্যমে বিশ্বব্যাপী ডেবিউ করতে চলেছে। বিশ্বের একাধিক দেশে লঞ্চ হতে চলেছে রয়েল এনফিল্ডের নতুন মডেল ও তার লাইন আপ। রয়েল এনফিল্ড তাদের Shotgun 650 মডেলটি আমেরিকা আর কানাডাতে লঞ্চ করেছে। ইতিমধ্যে আমেরিকাতে Royal Enfield Continental GT 650, INT 650 আর Super Meteor 650 লঞ্চ হয়েছে। এবার এই তালিকায় জায়গা নিতে চলেছে Royal Enfield Shotgun 650।

কোম্পানি দাবি করছে, কাস্টম বাইক হিসেবে Shotgun 650 আমেরিকার গ্রাহকরা বেশ পছন্দ করবে। এতে রয়েছে ফ্ল্যাট হ্যান্ডেলবার, মিড সেট ফুটপেগ আর ফ্লোটিং সিঙ্গেল পিস সিট। এছাড়া এই মোটরসাইকেলে পিলিয়ন সিট রয়েছে। এই বাইকে আপনারা চারটি রং পেয়ে যাবেন- প্লাজমা ব্লু, শিট মেটাল গ্রে, গ্রিন ড্রিল আর স্টেন্সিল হোয়াইট।

Royal Enfield Shotgun 650 বাইকের ইঞ্জিন

এই বাইকে 648 সিসির এয়ার/অয়েল কুল্ড প্যারালাল ইঞ্জিন রয়েছে। যা 7,250 rpm-এ 46.6 bhp শক্তি ও 5,650 rpm-এ 52.3 Nm টর্ক উৎপাদন করে। ইঞ্জিনের সাথে রয়েছে 5 স্পিড ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ।

Royal Enfield Shotgun 650 মডেলের হার্ডওয়্যার

এই বাইকে টিউবুলার স্পাইন চ্যাসিস রয়েছে। এছাড়া সামনে 18 ইঞ্চির ইঞ্চির অ্যালয় হুইল আর পিছনে 17 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। বাইক রাইড আরও স্মুথ করতে Royal Enfield Shotgun 650 তে আপ সাইড ডাউন ফোর্ক দেওয়া হয়েছে। এছাড়া পিছন দিকে রয়েছে টুইন শক অ্যাবজর্ভার। এবার আমরা ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলব। রয়েল এনফিল্ডের এই বাইকের সামনে টুইন পিস্টন ফ্লোটিং ক্যালিপার সহ 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক রয়েছে। আর পিছনে 300 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক ব্রেক রয়েছে।

Royal Enfield Shotgun 650 এর দাম

আমেরিকাতে Royal Enfield Shotgun 650 মডেলটির দাম শুরু হচ্ছে 6,899 ডলার থেকে। আমেরিকায় Super Meteor 650 বাইকটির দাম 6,999 ডলার। রয়েল এনফিল্ডের এই নতুন মডেলটি Super Meteor 650-র তুলনায় আমেরিকায় সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। অপরদিকে কানাডাতে Royal Enfield Shotgun 650-র দাম রাখা হয়েছে 9,199 ডলার।