Bike Loan

Royal Enfield Scram 411: অ্যাডভেঞ্চার বাইকের রাজা আসছে বাজার কাঁপাতে! ছুটবে পাহাড় জঙ্গলের বুক চিরে, কিস্তি মাত্র 6 হাজার টাকা

Aindrila Dhani

Published on:

royal-enfield-scram-411-price

Royal Enfield Scram 411: রয়্যাল এনফিল্ডের বাইক ভারতে বেশ‌ জনপ্রিয়। এই কোম্পানির বাইক মূলত তার পারফরম্যান্স আর লুকের জন্য এত ভালোবাসা পেয়েছে। কিন্তু রয়্যাল এনফিল্ডের বাইকের দাম মধ্যবিত্ত ছেলেদের আয়ত্তের বাইরে। সম্প্রতি Royal Enfield Scram 411 বাজারে পেশ হয়েছে।

   

এটি আপনারা 2 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন। এই বাইক দুর্দান্ত পাওয়ার জেনারেট করতে পারে। প্রতি লিটার পেট্রোলে 40 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে এটি। ভালো মানের সাসপেনশন ব্যবহার করা হয়েছে এই মডেলে। ফলে রাস্তা যেমনই হোক বাইক রাইড করতে আপনাদের সমস্যা হবে না।

Royal Enfield Scram 411: ফিচার্স

কোম্পানি এই বাইকে আধুনিক ফিচারের ব্যবহার করেছে। এতে হ্যালোজেন হেডলাইট রয়েছে। রাতে বাইক চালাতে সুবিধার জন্য এটি দেওয়া হয়েছে। এছাড়া ডিজিটাল ওডোমিটার ও ডিজিটাল ট্রিপমিটার রয়েছে এতে। Royal Enfield Scram 411-এ এয়ার ফিল্টারের জন্য উপাদান যুক্ত করা হয়েছে।‌ এর পাশাপাশি টার্ন সিগন্যাল ল্যাম্প পেয়ে যাবেন।

Royal Enfield Scram 411: সেফটি ফিচার্স

কোম্পানি এই বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনে মোনোশক সাসপেনশন দিয়েছে। এর পাশাপাশি ব্রেকিং ডিউটি সামলানোর জন্য দুই চাকাতেই ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল ABS-এর ব্যবহার করেছে।

Royal Enfield Scram 411: ইঞ্জিন

এই অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকে 411 সিসির এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, 4 স্ট্রোক, ফিউল ইনজেক্টেড ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। যা 24.3 পিএস শক্তি ও 32 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম।

Royal Enfield Scram 411: দাম

এই বাইকের এক্স শোরুম দাম 2.03 লাখ টাকা থেকে শুরু হয়েছে। Royal Enfield Scram 411-এর টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 2.09 লাখ টাকা। এটি ফাইন্যান্স প্ল্যানে কিনতে চাইলে মাসিক 6 হাজার 906 টাকার ইএমআই-তে কিনতে পারেন।