Bike Loan

Royal Enfield Meteor 350 in Bangladesh: অবশেষে বাংলাদেশে লঞ্চ হয়ে গেল রয়েল এনফিল্ডের সুপার বাইক

Aindrila Dhani

Published on:

royal-enfield-meteor-350-in-bangladesh

Royal Enfield Meteor 350 in Bangladesh: রয়্যাল এনফিল্ড তার ক্রুজার বাইকের জন্য সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে। এই কোম্পানি দীর্ঘদিন ধরে যুবকদের জন্য আরও ভালো কোয়ালিটি ও ফিচারের বাইক তৈরিতে মনোনিবেশ করেছে। সম্প্রতি রয়্যাল এনফিল্ড তার ক্রুজার বাইক Royal Enfield Meteor 350 বাংলাদেশে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছিল। এবার সেই প্রস্তুতির সমাপ্তি ঘটেছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল এনফিল্ড তাদের ক্রুজার বাইক বাংলাদেশে নিয়ে এসেছে।

   

Royal Enfield Meteor 350: ইঞ্জিন

এই সুপার বাইকে 349cc-র এয়ার/অয়েল কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যা 6,100 rpm-এ 20.12 bhp শক্তি জেনারেট করতে পারে। এছাড়া 4,000rpm-এ 27Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড ট্রান্সমিশন যুক্ত রয়েছে। এর মাইলেজ সম্পর্কে কথা বললে, এটি সহজেই প্রতি লিটারে 35 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

Royal Enfield Meteor 350: ফিচার্স

এই বাইকের সামনের দিকে টেলিস্কোপিক ফোর্ক আর পিছনের দিকে শক এবজর্ভার 6 স্টেপ এডজাস্টেবল প্রিলোড সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে ডুয়াল চ্যানেল ABS রয়েছে। পাশাপাশি সুরক্ষার জন্য ডিস্ক ব্রেকের সুবিধা পেয়ে যাবেন। এতে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ডিজিটাল ওডোমিটার, এনালগ স্পিডোমিটার, ডিজিটাল ফুয়েল গেজ, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, ডিজিটাল ট্রিপমিটার, লো ফিউল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর ইত্যাদি ফিচার্স আপনারা পেয়ে যাবেন।

Royal Enfield Meteor 350: দাম

বাংলাদেশে এই বাইকের দাম 4 লাখ 35 হাজার বাংলাদেশী টাকা। আপনারা ফাইন্যান্স প্ল্যানেও এটি কিনতে পারবেন।