Bike Loan

Royal Enfield in Bangladesh: স্বপ্নের বাইক ঘরে! অবশেষে বাংলাদেশে লঞ্চ হতে রয়েল এনফিল্ডের বাইক, কী কী মডেল পাওয়া যাবে?

Aindrila Dhani

Published on:

royal-enfield-in-bangladesh

Royal Enfield in Bangladesh: এতদিন রয়েল এনফিল্ড ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশের রাস্তায় দৌড়াতেই দেখা গেছে। এবার বাংলাদেশের পালা। দীর্ঘ অবসান ঘটিয়ে বাংলাদেশী বাইক প্রেমীদের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। এই বছরই বাংলাদেশে রয়েল এনফিল্ড চালু হবে। খুব শীঘ্রই বাংলাদেশের রাস্তায় দৌড়াতে দেখা যাবে রয়েল এনফিল্ডের বাইক।

   

রয়েল এনফিল্ড বর্তমানে 50টির বেশি দেশে ব্যবসা করছে। এবার IFAD মোটরস লিমিটেড বাংলাদেশের হাত ধরে এদেশেও লঞ্চ হতে চলেছে। বাংলাদেশের এই সংস্থা দেশীয় বাজারে রয়েল এনফিল্ডের একচেটিয়া পরিবেশক ও প্রস্তুতকারক। এটি একটি আন্তর্জাতিক ব্র্যান্ড। বাংলাদেশী বাইক প্রেমিক এর কাছে রয়েল এনফিল্ড ভালোবাসার অপর নাম। 400সিসি সেগমেন্টের মাধ্যমে এই কোম্পানি বাংলাদেশে নিজেদের আত্মপ্রকাশ করবে। এই খবর বিগত কয়েক দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। তারপর থেকে বাইক প্রেমীদের মধ্যে এই নিয়ে উৎসাহ ও উদ্দীপনা আকাশ ছুঁয়েছে। দেশের কঠিন পরিস্থিতির মধ্যে বাইকারদের কাছে যেন এ এক আনন্দের মুহূর্ত।

Royal Enfield in Bangladesh

বাংলাদেশী বাইকারদের কাছে স্বপ্ন পূরণের মুহূর্ত। রয়েল এনফিল্ড বাংলাদেশের সম্ভবত দুটি মডেল আপাতত লঞ্চ করবে। সম্পর্কে কোম্পানির তরফ থেকে কোন তথ্য আপাতত পেশ করা হয়নি। তবে অনলাইন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই কোম্পানি বাংলাদেশে Royal Enfield Bullet 350 ও Royal Enfield Classic 350 লঞ্চ করবে। কবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে রয়েল এনফিল্ড নিজেদের ব্যবসা শুরু করবে তা এখনও জানা যায়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই IFDA মোটরস লিমিটেড বাংলাদেশ রয়েল এনফিল্ডের বাইক পেশ করবে।