Royal Enfield Hunter 350: বর্তমানে Royal Enfield Hunter 350 ক্রুজার বাইক সেগমেন্টে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এই বাইকের শক্তিশালী ডিজাইন, হাই পাওয়ার ইঞ্জিন এবং দুর্দান্ত ফিচার মানুষের মন জিতে নিয়েছে। আপনি যদি 350cc সেগমেন্টের ক্রুজার বাইক কেনার প্ল্যান করে থাকেন, তবে Royal Enfield Hunter 350 কিন্তু দারুণ একটি বিকল্প।
এই বাইকে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। Royal Enfield Hunter 350 প্রতি লিটারে 40 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে। এছাড়া এই ক্রুজার বাইকে আধুনিক ফিচার্সের সুবিধা পেয়ে যাবেন। জেনে নিন বিস্তারিত।
Royal Enfield Hunter 350-র শক্তিশালী ইঞ্জিন
Royal Enfield Hunter 350-এৎএকটি 349cc-র এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এটি উচ্চ ক্ষমতার ইঞ্জিন। যা চমৎকার পারফরম্যান্স দিয়ে থাকে। এই ইঞ্জিনটি 6100rpm-এ 20.4 PS শক্তি এবং 4000rpm-এ 27 Nm টর্ক উৎপন্ন করে। এর সাথে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স।
Royal Enfield Hunter 350-র দুর্দান্ত মাইলেজ
এই বাইকের মাইলেজ অনেকেই পছন্দ করছেন। এই বাইকে আপনারা আকর্ষণীয় লুকের সাথে দুর্দান্ত মাইলেজ পাবেন। এই মডেলে 13 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। রিপোর্ট অনুযায়ী, প্রতি লিটারে 40 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে Royal Enfield Hunter 350। যা একটি ক্রুজার বাইকের জন্য বেশ ভালো।
Royal Enfield Hunter 350-র সুরক্ষা
Royal Enfield Hunter 350-তে সিঙ্গেল চ্যানেল ABS-এর সুবিধা পেয়ে যাবেন।তবে এর কিছু ভ্যারিয়েন্টে ডুয়াল চ্যানেল ABS-এর সুবিধাও রয়েছে। ব্রেকিংয়ের জন্য এই বাইকটিতে 41 মিলিমিটারের টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক এবং 6-স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবিলিটি টুইন শক রেয়ার অ্যাবজর্বার রয়েছে।
Royal Enfield Hunter 350-র দাম
এই ক্রুজার বাইকের এক্স শোরুম দাম 1.5 লাখ টাকা থেকে শুরু হয়েছে। Royal Enfield Hunter 350-এর টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 1.75 লাখ টাকা।