Bike Loan

Jawa কে দেবে দশ গোল! নামি দামী ব্র্যান্ডকে ঘোল খাওয়াবে Royal Enfield Hunter 350, স্টাইলিশ লুকে ফিরছে রাস্তার রাজা

Pushpita Baral

Published on:

royal-enfield-hunter-350-bike-review

মার্কেটে পা রাখতে চলেছে দুর্দান্ত ফিচার সহ Royal Enfield Hunter 350 বাইক। আপনিও কি আপনার জন্য একটি দুর্দান্ত বাইক খুঁজছেন? যেটিতে আপনি একসাথে ভাল মাইলেজ, দুর্দান্ত বডিওয়ার্ক এবং উন্নত বৈশিষ্ট্য পাবেন।অপেক্ষার দিন তবে এবার শেষ! চলুন তবে বলা যাক বাকি বিস্তারিত তথ্য।

   

Royal Enfield Hunter 350: বৈশিষ্ট্য

যদি আমরা ফিচারের কথা বলি, তাহলে Royal Enfield Hunter 350 বাইকে আপনি ABS, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, এনালগ স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল ট্যাকোমিটার নেভিগেশন, LED টেইল লাইট, ডিজিটাল ওডোমিটার, ফুয়েল গড, ডিস্ক ফ্রন্ট ব্রেক, ড্রাম রিয়ার পাবেন। ব্রেক, ইন্সট্রুমেন্ট কনসোল, লো ব্যাটারি ইন্ডিকেটরসহ আরও অনেক ফিচারস পাবেন।

Royal Enfield Hunter 350: মাইলেজ

আমরা যদি এই মডেলের সর্বোচ্চ মাইলেজের কথা বলি, তাহলে Royal Enfield Hunter 350 বাইকেও আপনাকে 349.34 cc সিঙ্গেল সিলিন্ডার, 4 স্ট্র, SOHC ইঞ্জিন দেওয়া হবে। এই ইঞ্জিনটি 20.4 PS এর সর্বোচ্চ শক্তি এবং 27 Nm সর্বোচ্চ টর্ক জেনারেট করবে।

Royal Enfield Hunter 350: মূল্য

আমরা যদি দামের কথা বলি, তাহলে বাজারে Royal Enfield Hunter 350 বাইকের দাম প্রায় 1.50 লক্ষ থেকে 1.75 লক্ষ টাকা। তবে নজরকাড়া ফিচার সহ Royal Enfield Hunter 350 বাইক যে এবার Jawa কেও টক্কর দেবে, সেকথা বলাই বাহুল্য।