Bike Loan

Guerrilla 450 vs Himalayan 450: দুই শালিকের লড়াই! Guerrilla 450 নাকি Himalayan 450, কোনটি বেশি ভালো? জানুন

Gourav Mondal

Published on:

royal-enfield-guerrilla-450-vs-himalayan-450-which-is-better

Royal Enfield তাদের নতুন KTM 390 Duke এর প্রতিদ্বন্দ্বী হিসাবে গেরিলা 450 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে (Guerrilla 450 vs Himalayan 450)। আশা করা যাচ্ছে জুলাই মাসের শেষের দিকে লঞ্চ হতে চলেছে এই বাইকটি। তবে লঞ্চ হওয়ার আগে একাধিক বার এই বাইকটি সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসে গেছে। লঞ্চ হতে চলে এই বাইকটি সম্পর্কে যে যে তথ্য পাওয়া গেছে তার মধ্যে অন্যতম একটি হলো নতুন এই বাইক হিমালয়ান 450 এর উপর ভিত্তি করে তৈরি করা হবে। তবে এর মধ্যে একাধিক পার্থক্যও বর্তমান। উভয়ের মধ্যে ঠিক কী কী ভিজ্যুয়াল পার্থক্য রয়েছে দেখে নিন।

   

বাইকের ডিজাইন

Royal Enfield Himalayan 450 এর ডিজাইনটি দূরবর্তী অ্যাডভেঞ্চার মূলক জার্নির জন্য উপযোগী করে গড়ে তোলা হয়েছে। এটি দেখতে অনেকটা লম্বা। এতে রয়েছে একটি লম্বা উইন্ডস্ক্রিন ও জেরি ক্যান হোল্ডার। এর পিছনে রয়েছে লাগেজ র‍্যাক।

অন্যদিকে Royal Enfield Guerrilla 450 অনেকটা রোডস্টার। এতে রয়েছে অনেকটা ছোট আকৃতির চাকা। এটি হিমালয়ান 450 এর তুলনায় কম ঝুলন্ত অবস্থানে রয়েছে।

বাইকের পার্টস

ভিজ্যুয়াল পার্থক্য গুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পার্থক্যটি (Guerrilla 450 vs Himalayan 450) রয়েছে এই দুটির চাকার আকারে। হিমালয়ান 450 তে রয়েছে 21-18 ইঞ্চি স্পোক হুইল কম্বিনেশন। অন্যদিকে গেরিলা 450 এর উভয় প্রান্তে আছে 17 ইঞ্চি অ্যালয় হুইল। গেরিলা 450 তে শুধুমাত্র টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক থাকবে বলে আশা করা যাচ্ছে। তবে ফ্রেম, সাব ফ্রেম, সুইংআর্ম এবং ব্রেক সিস্টেম দুটি বাইকের ক্ষেত্রেই সমান।

বাইকের ডাইমেনশন

গেরিলা 450 এ আছে নিম্ন আসন। এটি মূলত গ্রাউন্ড ক্লিয়ারেন্স যুক্ত। এটিতে রয়েছে ছোট হুইলবেস এবং স্টিপার রেক অ্যাঙ্গেল। অন্যদিকে হিমালয়ান 450 এর সিটের উচ্চতা 825 মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 230 মিমি এবং হুইলবেসটি 1510 মিমি।

বাইকের ফিচার

হিমালয়ান 450 বাইকটির মতো গেরিলা 450 কে একটি সম্পূর্ণ LED আলো সেটআপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। ইন্সট্রুমেন্ট ক্লাস্টার স্পাই শটগুলিতে একই বৃত্তাকার ইউনিটে নির্মাণ করা হয়েছে। তবে খরচ বাঁচানোর জন্য গেরিলা 450 এ সংস্থা ABS এবং দুটি রাইডিং মোডের অপশন গুলি বাদ দিতে পারে। তবে ইউএসবি চার্জার এবং ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্যগুলি এতে উপলব্ধ থাকবে।