Royal Enfield একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির সুপার বাইক থেকে স্পোর্টস বাইক সবই যুবকদের বিশেষ পছন্দের। প্রিমিয়াম কোয়ালিটির মডেল হওয়ার কারণে, এই কোম্পানির বাইকের দাম সব সময় বেশির দিকেই থাকে। তবে এবার সস্তায় পেয়ে যাবেন Royal Enfield-এর বাইক।
ভারতীয়রা Royal Enfield-এর বাইক ভীষণ পছন্দ করে থাকেন। আকর্ষণীয় লুক ও শক্তিশালী ইঞ্জিন সহ এই কোম্পানির বাইক আপনারও ভালো লাগবে। দেশের প্রায় প্রতিটি যুবক এই কোম্পানির বাইক কিনতে চাইছেন। কিন্তু দামের কারণে এই স্বপ্ন পূরণ হচ্ছে না। আপনারা জানিয়ে রাখি, গ্রাহকদের চাহিদা বৃদ্ধির কারণে নতুনভাবে বাজারে আসতে চলেছে Royal Enfield। এবার সস্তায় পেয়ে যাবেন Royal Enfield Bullet 350। এই বাইকে রয়েছে একাধিক আধুনিক ফিচার আর শক্তিশালী ইঞ্জিন। এই মডেলটি দারুন অফারে এনেছে কোম্পানি। জেনে নিন বিস্তারিত।
Royal Enfield Bullet 350 বাইকের ইঞ্জিন
সবার প্রথমেই আমরা এই বাইকের ইঞ্জিন সম্পর্কে কথা বলব। Royal Enfield Bullet 350-র নতুন মডেলে শক্তিশালী ও কম্ফোর্টেবল ইঞ্জিন দেওয়া হয়েছে। এতে 349cc-র সিঙ্গেল সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 6,100 rpm-এ 20.2 bhp শক্তি ও 4,000 rpm-এ 70 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স।
Royal Enfield Bullet 350 বাইকের দাম
Royal Enfield Bullet 350-র এক্স শোরুম দাম 1 লাখ 98 হাজার টাকা। তবে অফারে আপনারা সস্তায় পেয়ে যাবেন। কিন্তু নগদে কিনতে না চাইলে ফাইন্যান্স প্ল্যানের সুবিধা নিতে পারবেন। তার জন্য 35 হাজার টাকার ডাউন পেমেন্ট করতে হবে।