Bike Loan

Royal Enfield 450cc Roadster: শীঘ্রই আসছে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক, বাইকের লুকে আনা হচ্ছে বেশ কিছু পরিবর্তন, থাকছে কোন কোন নতুন চমক?

Aindrila Dhani

Published on:

Royal Enfield 450cc Roadster

Royal Enfield 450cc Roadster: তাহলে কি নতুন বাইক লঞ্চ করতে চলেছে Royal Enfield? Royal Enfield Himalayan প্ল্যাটফর্ম এর ওপর ভিত্তি করে 450 cc রোডস্টার লঞ্চ হতে চলেছে। এই নতুন বাইক রোড টেস্টিং করতে দেখা গেছে। জেনে নিন বিস্তারিত।

   

নতুন Royal Enfield 450 cc Roadster নিও-রেট্রো থিমে আসতে চলেছে। এই মডেলে গোল LED headlight ও LED lighting সহ short tail section ইত্যাদি ফিচার থাকবে। এছাড়া Single piece seat থাকবে। এই বাইকের সামনে telescopic fork আর পিছনে monoshock থাকবে। তবে এই মডেলে USD forks যুক্ত করা হচ্ছে না। Hunter 350 বাইকের মতো এই মডেলে Twin shock absorber থাকবে। আর Royal Enfield Himalayan এর মতো একই braking hardware দেওয়া হবে।

আরো পড়ুন: LML এর পুনর্জন্ম! লুকস-ফিচারে মুগ্ধ হবেন, উসুল হবে বাইকের তেলের খরচ, দাম কত জেনে নিন

এই নতুন বাইকে 451 cc liquid cooled, single cylinder ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 40 hp শক্তি ও 40 Nm টর্ক উৎপাদন করে। এছাড়া এই বাইকে Top box ও bar end mirrors দেখতে পাবেন। এটি লঞ্চ হওয়ার সময় Royal Enfield এর তরফ থেকে গ্রাহকদের বেশ কিছু accessories উপহার হিসেবে দেওয়া হবে।

Royal Enfield 450cc Roadster-র প্রত্যাশিত দাম

অনলাইনে পাওয়া তথ্য অনুযায়ী, এই বাইকটি Scram 450 হতে পারে। তবে আমরা জানতে পেরেছি এটি খুব সম্ভবত Hunter 450 আর 450 Roadster হতে পারে। এই বাইকের সামনে 14 ইঞ্চির alloy wheel থাকবে। এই মডেলের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 2 লাখ 50 হাজার টাকা থেকে। অপরদিকে Triumph Speed 400 এর দাম 2 লাখ 23 হাজার টাকা। এই দুটি মডেল একে অপরের প্রতিদ্বন্দ্বি হবে।