জ্বালানি তেলের বাড়তি দাম সাধারণ মানুষের কাছে অনেক বড় সমস্যার। তাই পেট্রোল অথবা ডিজেল চালিত টু-হুইলারের বদলে অনেকেই ইলেকট্রিক টু-হুইলার ব্যবহার করা শুরু করেছেন। বিগত কিছু সময়ের মধ্যে ইলেকট্রিক যানবাহনের চাহিদা এতটাই বেড়ে গেছে যে, বেশ কিছু নতুন স্টার্ট আপ কোম্পানি এই সেগমেন্টে নিজেদের প্রোডাক্ট লঞ্চ করা শুরু করেছে। এইসব মডেলে স্মার্ট স্পেসিফিকেশন ও আকর্ষণীয় লুক দুটোই পেয়ে যাবেন।
খুব শীঘ্রই নতুন একটি স্টার্ট আপ কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে দুর্দান্ত একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। মডেলটি হল RM 25 02 E-Scooter। কোম্পানি জানিয়েছে, এই ইলেকট্রিক স্কুটারটি খুব সস্তায় লঞ্চ করা হবে। এই প্রতিবেদনে আপনারা RM 25 02 E-Scooter-এর ব্যাটারি, রেঞ্জ, ফিচার্স ও দাম সম্পর্কে জানতে পারবেন।
RM 25 02 E-Scooter: ব্যাটারি ও রেঞ্জ
এই ইলেকট্রিক স্কুটারে ভালো পারফর্মেন্সের জন্য 48 ভোল্ট ও 25 অ্যাম্পায়ার আওয়ারের ক্ষমতা সম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এটি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 140 কিলোমিটার মতো রেঞ্জ দিতে পারবে। এছাড়া এতে ব্যবহৃত ইলেকট্রিক মোটরের সাহায্যে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে ছুটবে RM 25 02 E-Scooter। এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই স্কুটি 100 কিমি যেতে খরচ হয় 10 টাকা।
RM 25 02 E-Scooter: ফিচার্স
এই ইলেকট্রিক স্কুটারে অ্যাডভান্স ও আপডেটেড ফিচার্স পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য ইন্সট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। এতে আপনারা ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপমিটারের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে USB চার্জিং সাপোর্ট, আন্ডার সিট স্টোরেজ, ক্যারি হুক রয়েছে। এর পাশাপাশি LED হেডলাইট, LED টেইল লাইট ও টান সিগনাল ল্যাম্পের মতো ফিচার দেখতে পাবেন।
RM 25 02 E-Scooter: দাম
কোম্পানি এখনও পর্যন্ত RM 25 02 E-Scooter-এর অফিসিয়াল দাম ঘোষণা করেনি। তবে রিপোর্ট অনুযায়ী, এই মডেলটি 60 হাজারের এক্স শোরুম মূল্যে লঞ্চ হতে পারে। এটি 2024-এর শেষের দিকে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।