River Indie Electric Scooter: আপনিও কি একটি দুর্দান্ত লুক আর দীর্ঘ রেঞ্জের ইলেকট্রিক স্কুটার খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। গত বছর ভারতীয় বাজারে পেশ করা হয়েছিল এই ইলেকট্রিক স্কুটারটি। এই মডেলটি বাজারে আসার পরেই অন্যান্য কোম্পানি ঘাবড়ে যায়।
আসলে এই নতুন ইলেকট্রিক স্কুটারে এডভান্স ফিচার ও আকর্ষণীয় লুক সহ সব ধরনের সুবিধা রয়েছে। এটি সিঙ্গেল চার্জে 120 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এছাড়া চুরি হওয়ার ভয় নেই। কারণ কোম্পানি এতে এন্টি থেফ্ট এলার্ম সিস্টেমের ব্যবহার করেছে। এই ইলেকট্রিক স্কুটার প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 90 কিলোমিটার বেগে ছুটতে পারে।
River Indie Electric Scooter: রেঞ্জ
আমরা কথা বলছি River Indie ইলেকট্রিক স্কুটারের সম্পর্কে। কোম্পানি এই ইলেকট্রিক স্কুটারে 4 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করেছে। এই ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে 4 ঘণ্টা থেকে 5 ঘণ্টা সময় নেয়। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে এই ইলেকট্রিক স্কুটার 120 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।
River Indie Electric Scooter: গতিবেগ
এই ইলেকট্রিক স্কুটারটিতে 6700 ওয়াটের শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে। এর সাহায্যে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 90 কিলোমিটার বেগে ছুটতে পারে এটি।
River Indie Electric Scooter: ফিচার্স
এই ইলেকট্রিক স্কুটারে এডভান্স টিচার এর ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনারা সেফ্টি ফিচার্স পেয়ে যাবেন। এই মডেলটিতে এন্টি থেফ্ট এলার্ম সিস্টেম, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ইউএসবি চার্জিং পোর্ট সহ বেশ কিছু সুবিধা রয়েছে।
River Indie Electric Scooter: দাম
এবার আমরা কথা বলব এই ইলেকট্রিক স্কুটারের দাম সম্পর্কে। এই মডেলটির এক্স শোরুম দাম 1.25 লাখ টাকা। তবে আপনারা 4 হাজার টাকার মাসিক কিস্তিতে এটি কিনতে পারবেন। এই সম্পর্কে বিশদভাবে জানতে কোম্পানির নিকটবর্তী শোরুমে যোগাযোগ করুন।