Bike Loan

Revolt RV400 E-Bike: এবার হাড্ডাহাড্ডি লড়াইতে রিভোল্ট! লাগবে না পেট্রোল ছুটবে 150 কিমি, দামও একেবারে সাধ্যের মধ্যে

Aindrila Dhani

Published on:

revolt-rv400-e-bike-price

Revolt RV400 E-Bike: ভারতীয় বাজারে এখন পেট্রোল চালিত বাইককে সরাসরি টক্কর দিচ্ছে ইলেকট্রিক বাইক। বিভিন্ন কোম্পানি এই সেগমেন্টে তাদের ইলেকট্রিক বাইক ইতিমধ্যে লঞ্চ করে ফেলেছে। তবে ভারতে সবথেকে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক বাইক হল Revolt RV400।

দেশীয় বাজারে ইলেকট্রিক বাইকের চাহিদা দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে। এই কারণে বেশকিছু নতুন কোম্পানি ইলেকট্রিক অটোমোবাইল সেক্টরে আত্মপ্রকাশ করেছে। Revolt একটি স্টার্ট আপ কোম্পানি।‌ 150 কিলোমিটার রেঞ্জ সহ Revolt RV400 বাজারে নিয়ে এসেছে।

   

Revolt RV400 E-Bike: শক্তিশালী ব্যাটারি

এই ইলেকট্রিক বাইকে ভালো পারফরম্যান্সের জন্য শক্তিশালী ব্যাটারির ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে 3.7 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক।‌এই ব্যাটারি অল্প সময়ের মধ্যে 100 শতাংশ চার্জ হতে সক্ষম। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে এটি কোনো সমস্যা ছাড়াই 150 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

Revolt RV400 E-Bike: ইলেকট্রিক মোটর

শক্তিশালী ব্যাটারির পাশাপাশি এই বাইকে বড় ইলেকট্রিক মোটরের ব্যবহার করা হয়েছে। যার সাহায্যে Revolt RV400 প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার বেগে ছুটতে পারে।‌ এক প্রকার ঝড়ের গতিতেই ছুটে চলে এই ইলেকট্রিক বাইক।

Revolt RV400 E-Bike: আধুনিক ফিচার্স

কোম্পানি Revolt RV400-এ অ্যাডভান্স ফিচারের সুবিধা প্রদান করেছে। এতে ডিজিটাল ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে আপনারা স্পিড, ট্রিপ মিটার, ব্যাটারি লেভেল ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন।‌ এতে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা রয়েছে। যার সাহায্যে কল ও মেসেজ অ্যালার্ট পেয়ে যাবেন। এর পাশাপাশি ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে।‌

Revolt RV400 E-Bike: দাম

এই ইলেকট্রিক বাইকের পারফরম্যান্স আপনাদের ভালো লাগবে। এর এক্স শোরুম দাম 1.42 লাখ টাকা থেকে শুরু হয়েছে। অপরদিকে টপ মডেলের এক্স শোরুম দাম 1.54 লাখ টাকা।‌