Bike Loan

CFMoto 500SR Voom: ঝড় তুলবে বাইকের গতি! 4 সিলিন্ডার ইঞ্জিন সহ বাজারে এলো দুর্দান্ত স্পোর্টস বাইক, জানুন বিস্তারিত

Gourav Mondal

Published on:

retro-sportbike-cfmoto-500sr-voom-launched-in-china-market

CFMoto তার প্রথম ফোর সিলিন্ডার যুক্ত স্পোর্টবাইক 500SR Voom লঞ্চ করলো। চীনা বাজারে এটি লঞ্চ করা হয়েছে। 500SR-র পর এই CFMoto 500SR Voom হল সংস্থার 500cc, 4 সিলিন্ডার ইঞ্জিন যুক্ত দ্বিতীয় বাইক। এই বাইকে কি কি ফিচার ও স্পেসিফিকেশন পাবেন জেনে নিন।

CFMoto 500SR Voom: ডিজাইন 

CFMoto 500SR Voom আসলে 1990 এর দশকের রেট্রো স্টাইলের একটি স্পোর্টস বাইক। এর ডিজাইনটি অনেকটা Honda CBR900RR এবং Kawasaki ZXR750-র মতো। 80-90 এর দশকের মসৃণ, বাঁকা বাইকের ডিজাইন গুলির মতো বৈশিষ্ট্য এতে বিশেষ ভাবে লক্ষণীয়। এর ডুয়েল বায়ু চলাচলের নালি গুলি এবং LED লাইট সিস্টেম গুলি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে।

এতে রয়েছে টিউবুলার স্টিলের ফ্রেম। পিছনের দিকে আছে মনোশক সহ একটি অ্যালুমিনিয়াম সুইংআর্ম। বাইকটির প্রতিটি পাশে আছে উচ্চ সেট নিষ্কাশন পাইপ। এছাড়াও আছে একটি রঙিন TFT ডিসপ্লে।

CFMoto 500SR Voom: পারফরম্যান্স

CFMoto এখনো এই বাইকটির পাওয়ার সম্পর্কে বিস্তারিত কোন তথ্য দেয়নি। তবে এর পোর্টগুলি থেকে মনে করা হচ্ছে এতে রয়েছে 500cc, ইনলাইন ফোর সিলিন্ডার মোটর। এই মোটরটি 80bhp এবং 45Nm এর সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে সক্ষম।

ভারতে লঞ্চের সময়সীমা

CFMoto 500SR Voom বাইকটি আপাতত শুধুমাত্র চিনা বাজারে লঞ্চ হয়েছে। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই এটি আন্তর্জাতিক বাজারেও লঞ্চ হবে। তবে ভারতে এই বাইকটি কবে লঞ্চ হবে সে সম্পর্কে কোন তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি।