ভারতে আপনারা বিভিন্ন ধরনের ফোর হুইলার দেখতে পাবেন। কিন্তু কেনার সময় বোঝা যায়নি কোন্ মডেলটি উপযুক্ত হবে। এই সমস্যার সমাধানে আজ আরেকটি নতুন মডেলের খোঁজ নিয়ে চলে এসেছি আমরা। প্রতিদিন আমাদের ওয়েবসাইট চেষ্টা করে আপনাদের জন্য নতুন গাড়ির খোঁজ আনতে। তবে আজকের মডেলটি কিন্তু একেবারে নতুন নয়। নতুন লুকে পুরোনো মডেল।
Renault তাদের একটি ফোর হুইলার নতুন লুকে পুনরায় বাজারে এনেছে। এই কোম্পানি ভারতীয় বাজারে দ্বিতীয়বার লঞ্চ করেছে Renault Triber। এই গাড়িতে বেশকিছু বদল এসেছে। এই গাড়িতে ফোন কন্ট্রোলের সুবিধা পেয়ে যাবেন। Renault Triber প্রতি লিটারে 20 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
Renault Triber: ফিচার্স
কোম্পানি তার গ্রাহকদের জন্য দুর্দান্ত ফিচার্স নিয়ে হাজির হয়েছে। এই আপডেটেড মডেলে রেয়ার ভিউ ক্যামেরা, চারটি এয়ারব্যাগ, কুল্ড স্টোরেজ ও ফোন কন্ট্রোলের মতো ফিচার্স পেয়ে যাবেন। এছাড়া Renault Triber-এ পুশ বাটন স্টার্ট/স্টপ, স্টিয়ারিং মাউন্টেড মিউজিক কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, রেয়ার পার্কিং সেন্সর ও টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম রয়েছে।
Renault Triber: ইঞ্জিন
এই গাড়িতে 1.0 লিটারের 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 76 Ps শক্তি ও 96 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই ফোর হুইলার প্রতি লিটারে 20 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
Renault Triber: দাম
দামের কথা বলতে গেলে, Renault Triber-এর দাম মাত্র 6 লাখ টাকা। আপনি বাজেটের মধ্যে গাড়ি কিনতে চাইলে এই মডেলটি সম্পর্কে বিবেচনা করে দেখতে পারেন।