Bike Loan

Renault Kwid 1.0 RXE: পূরণ হবে চারচাকা কেনার স্বপ্ন! মাত্র 3 লক্ষ টাকা খরচে আজই তুলুন ঘরে, একবার ফুল ট্যাঙ্ক করলে দৌড়বে সারা মাস

Published on:

renault-kwid-1-0-rxe-mileage-price

Renault Kwid 1.0 RXE: গাড়ি কিনতে হলে এই গাড়িটিই সেরা। কারণ Renault Kwid গাড়িটিকে কোম্পানির সেরা মাইলেজ গাড়ি হিসাবে বিবেচনা করা হয়। এই গাড়িটিতে তাই আপনি অনেক ধরণের ব্র্যান্ডেড বৈশিষ্ট্যও দেখতে পাবেন। তাহলে আসুন আমরা আপনাকে এটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য খুলে বলে দিই।

   

গাড়িটির স্পেসিফিকেশন তাহলে কী?

Renault Kwid 1.0 RXE গাড়িটি যাতে ভালো পারফরম্যান্স দিতে পারে, তার জন্য এটিতে একটি শক্তিশালী 999 cc ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ 67bhp শক্তি এবং 9nm টর্ক উৎপাদন করতে সক্ষম। এই চার চাকার গাড়িটি ম্যানুয়াল ট্রান্সমিশন বিকল্প সহ ফাইভ গিয়ার গতিতে দৌড়োতে পারে। কোম্পানি আরও জানিয়েছে যে এটিতে 1 লিটার তেল ভরলে প্রায় 21 কিলোমিটার পর্যন্ত শক্তিশালী মাইলেজ দেবে।

Renault Kwid 1.0 RXEগাড়িটির বৈশিষ্ট্য প্রিমিয়াম তো?

কোম্পানি এটিতে সমস্ত প্রিমিয়াম ফিচারই দিয়েছে। সেগুলো হল- পাওয়ার স্টিয়ারিং, লেন চেঞ্জ ইন্ডিকেটর, টেকোমিটার, রিয়ার স্পয়লার, এলইডি ডিআরএল, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, ব্রেক অ্যাসিস্ট, চাইল্ড সেফটি লক, ডুয়াল এয়ারব্যাগের সঙ্গে ট্র্যাকশন কন্ট্রোল সহ আরও অনেক কিছু।

গাড়িটি কিনতে কত খরচ পড়বে?

দেখুন, আপনি যদি এটি কিনতে চান, তাহলে কোম্পানিটি Renault Kwid 1.1 RXE গাড়িতে একটি অত্যন্ত শক্তিশালী ফাইন্যান্স প্ল্যান লাগিয়ে রেখেছে। এর অন-রোড দাম 5.24 লক্ষ টাকা। তবে, আপনি কিন্তু মাত্র 3 লক্ষ টাকার ডাউন পেমেন্ট করে এটি আপনার বাড়িতে আনতে পারবেন। এর জন্য ব্যাঙ্ক থেকে 2.24 লক্ষ টাকা ঋণ পাবেন। 7 বছরের জন্য 9.5 শতাংশ সুদের হারে লোন নিতে পারবেন। এটি পরিশোধের জন্য আপনার মাসিক কিস্তি খরচ পড়বে মাত্র 3661 টাকা।