Bike Loan

Lexus LM Car: অ্যানিম্যাল সিনেমার হিরো রণবীর-আলিয়ার নতুন গাড়ী দেখে চোখ কপালে, চমকে দেবে গাড়ির দাম

Aindrila Dhani

Published on:

ranbir-kapoor-alia-bhatt-new-lexus-lm-car

রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt) বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। তাঁরা 14 ই এপ্রিল, 2022-এ সাত পাকে বাঁধা পড়েন। দুজনে মিলে তাঁদের বাড়ির জন্য সম্প্রতি একটি নতুন গাড়ি কিনেছেন। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের কালেকশনে অনেক গাড়ি আছে। তাঁদের কালেকশনে বেশকিছু লাক্সারি গাড়িও রয়েছে। এবার কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল লেক্সাস এলএম গাড়ি এই কালেকশনে যুক্ত করা হয়েছে। এই গাড়িতে একাধিক আধুনিক ফিচার্স রয়েছে। এই গাড়ির দাম এবং ফিচার্স সম্পর্কে সম্পূর্ণ জেনে নিন।

সম্প্রতি আলিয়া ভাট আর রণবীর কাপুর তাঁদের লাক্সারি গাড়ির কালেকশনে একটি কোটি টাকার মডেল যুক্ত করেছেন। এই নতুন গাড়ি চালিয়ে আলিয়া ভাট যখন তাঁদের বিল্ডিংয়ে এন্ট্রি নিচ্ছিলেন, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এখন নেট নাগরিকেরা এই গাড়িটির সম্বন্ধে জানতে চাইছেন। আপনাদের জানিয়ে রাখি, মডেলটি হল লেক্সাস এলএম (Lexus LM)।

Lexus LM-এর ডিজাইন

এই লাক্সারি গাড়ির ইন্টেরিয়র ডিজাইন বেশ আকর্ষণীয়। এতে প্রিমিয়াম লেদার আপহোল্স্ট্রী, হীটেড আর ভেন্টিলেটেড ফ্রন্ট ও রেয়ার সিট। এছাড়া এতে মাল্টিজোন ক্লাইমেট কন্ট্রোল রয়েছে।

Lexus LM-এর ইঞ্জিন ও পারফরম্যান্স

এই গাড়িতে 3.5 লিটারের V6 পেট্রোল ইলেকট্রিক হাইব্রিড ইঞ্জিন রয়েছে। যা 359 bhp শক্তি ও 610 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে একটি ইলেকট্রিক মোটর রয়েছে। যা অতিরিক্ত 143 hp জেনারেট করে।

Lexus LM-এর ফিচার্স

এটি একটি লাক্সারি MPV। এই গাড়ির দুটি ভেরিয়েন্ট মার্কেটে উপলব্ধ রয়েছে। এতে 7টি সিট ও 4টি সিটের ভেরিয়েন্ট রয়েছে। এটি বেশ বড়ো ও আরামদায়ক গাড়ি। এই মডেলে বড়ো স্পিন্ডেল গ্রিল, LED হেডল্যাম্প, টেইল লাইট রয়েছে। এছাড়া 20 ইঞ্চির অ্যালয় হুইল, পাওয়ার টেইল গেট আর প্যানারোমিক সানরুফ রয়েছে।‌

অপরদিকে এই গাড়ির 4 সিট ভেরিয়েন্টে 48 ইঞ্চির রেয়ার ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। এছাড়া ABS, EBD, ইলেকট্রিক স্টেবিলিটি কন্ট্রোল, 360 ডিগ্রি ক্যামেরা, ট্র্যাকশন কন্ট্রোল আর হেড আপ ডিসপ্লে রয়েছে।

Lexus LM-এর দাম

এই গাড়ির দাম প্রায় 2.50 কোটি টাকা।

আলিয়া ভাট ও রণবীর কাপুরের গাড়ির কালেকশন

রিপোর্ট অনুযায়ী, রণবীর কাপুরের একটি Land Rover Range Rover রয়েছে। যেটির দাম 3.27 কোটি টাকা। রণবীরের গ্যারেজে আরও অনেক গাড়ি রয়েছে। এর মধ্যে Audi A8 L (1.71 কোটি), Mercedes-AMG 63 (2.28 কোটি), AUDI R8 (2.72 কোটি) এর মতো প্রিমিয়াম গাড়িও রয়েছে৷ আলিয়ার গাড়ির কালেকশন সম্পর্কে বলতে গেলে, তাঁর কাছে Land Rover Range Rover Vogue, Audi A6, BMW 7 series এবং Audi Q7 ইত্যাদি গাড়ি রয়েছে।