Bike Loan

Raftaar Galaxy: দাম 51 হাজার টাকা ঘরে তুলতে পারবেন মাত্র 6 হাজারে! দেশের সবথেকে সস্তার স্কুটার, পূরণ হবে গরিবের স্বপ্ন

Aindrila Dhani

Published on:

raftaar-galaxy-scooter-price

Raftaar Galaxy: পেট্রোলের ঊর্ধ্বমুখী দামের কারণে এখন অনেকেই ইলেকট্রিক স্কুটারের প্রতি ঝুঁকেছেন। সবাই ইলেকট্রিক স্কুটার পছন্দ করছেন তাই ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই কথা মাথায় রেখে টু-হুইলার কোম্পানিগুলিও তাদের পেট্রোল চালিত স্কুটারগুলিকে ইলেকট্রিক স্কুটারে আপগ্রেড করছে। এদিকে, কিছু নতুন কোম্পানি ভারতের বাজারে নতুন ইলেকট্রিক স্কুটারও আনছে।

   

আপনি যদি এই সময়ে একটি ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনি Raftaar Galaxy ইলেকট্রিক স্কুটার কিনে এটিকে নিজের করে নিতে পারেন। কারণ Raftaar কোম্পানি এই ইলেকট্রিক স্কুটারে খুব ভালো ফাইন্যান্স প্ল্যান এবং ডিসকাউন্ট অফার দিচ্ছে। তো চলুন জেনে নিই Raftaar Galaxy স্কুটারের ফাইন্যান্স প্ল্যান সম্পর্কে।

Raftaar Galaxy: ফিচার্স

Raftaar Galaxy ইলেকট্রিক স্কুটারের ফিচার্স সম্পর্কে বলতে গেলে, আপনি এই মডেলে অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, প্যাসেঞ্জার ফুটরেস্ট, মোবাইল অ্যাপ্লিকেশন, চার্জিং পয়েন্ট, এলইডি টেইল লাইট, এলইডি হেডলাইট এবং এলইডি টার্ন সিগন্যাল ল্যাম্পের মতো ফিচার্স পাবেন।

Raftaar Galaxy: সাসপেনশন এবং ব্রেক

Raftaar Galaxy ইলেকট্রিক স্কুটারের সামনে টেলিস্কোপিক সাসপেনশন ইনস্টল করা হয়েছে, আর পিছনে ডুয়াল টিউব স্প্রিং টাইপ হাইড্রোলিক সাসপেনশন রয়েছে। যদি আমরা এর ব্রেকিং সিস্টেমের কথা বলি, তাহলে ড্রাম ব্রেক সামনে ও পিছনে উভয় দিকেই দেখা যাবে। এই ইলেকট্রিক স্কুটারে টিউবলেস টায়ার রয়েছে। যেগুলোতে অ্যালয় হুইল দেওয়া আছে।

Raftaar Galaxy: রেঞ্জ

Raftaar কোম্পানির এই ইলেকট্রিক স্কুটারটিতে একটি 250 ওয়াটের BLDC হাব মোটর রয়েছে। এই বৈদ্যুতিক স্কুটারের সাথে অদলবদল যোগ্য ব্যাটারি যুক্ত করা হয়েছে। আপনি Raftaar Galaxy ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি 4 ঘণ্টা থেকে 5 ঘণ্টার মধ্যে সম্পূর্ণ চার্জ করতে পারবেন। Raftaar Galaxy ইলেকট্রিক স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জে 100 কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে পারে।

Raftaar Galaxy: দাম

দিল্লিতে এই স্কুটারের এক্স শোরুম দাম 51 হাজার টাকা। তবে 6 হাজার টাকা ডাউন পেমেন্ট করে এটি কিনতে পারবেন। আর বাকি 49 হাজার 208 টাকা আপনাকে লোন নিতে হবে। সেক্ষেত্রে 9.7 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 1 হাজার 581 টাকা করে ইএমআই দিতে হবে।