Bike Loan

Pure EV Ecodryft E-Bike: মাত্র 12 হাজার টাকা খরচে ভরপুর ফিচার! লাগবে না পেট্রোল ছুটবে 130 কিমি, দামও একেবারে হাতের নাগালে

Aindrila Dhani

Published on:

pure-ev-ecodryft-e-bike

Pure EV Ecodryft E-Bike: ভারতীয় অটো মোবাইল সেক্টরে ইলেকট্রিক মোটরসাইকেল এর চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এখন পেট্রোলের দাম অনেকটাই বেশি। জ্বালানি তেলের উর্ধ্বমুখী দামের কারণে বিরক্ত হয়ে সাধারণ মানুষ এখন ইলেকট্রিক বাইক কিনতেই বেশি পছন্দ করছেন। আপনিও যদি এমন কোন বাইকের খোঁজে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন।

এই প্রতিবেদনে আমরা কথা বলব Pure EV Ecodryft E-Bike-এর সম্পর্কে। এই ইলেকট্রিক বাইক দীর্ঘ রেঞ্জ দিতে পারে। পেট্রোল চালিত বাইককে গুনে গুনে গোল দিতে পারবে এটি। এটি কিনলে মাসে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে। এছাড়া এতে রয়েছে আধুনিক ফিচারের সুবিধা। মাত্র 0.5 সেকেন্ডে 0 থেকে 40 কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে পারে এই ইলেকট্রিক বাইক। এছাড়া সুরক্ষার দিকেও সম্পূর্ণ খেয়াল রেখেছে কোম্পানি।

   

Pure EV Ecodryft E-Bike: সেফটি ফিচার্স

এই ইলেকট্রিক বাইকের সামনের দিকে টেলিস্কোপিক ডুয়েল সাসপেনশন আর পিছন দিকে কয়েল্ড স্প্রিং ডুয়েল সাসপেনশন যুক্ত করা হয়েছে। আর ব্রেকিং ডিউটি সামলানোর জন্য সামনের চাকায় ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় গ্রাম ব্রেক এর ব্যবহার করা হয়েছে।

Pure EV Ecodryft E-Bike: ফিচার্স

এই ইলেকট্রিক বাইকে প্রয়োজনীয় ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এতে রয়েছে এলইডি টেইল লাইট, এলইডি ইন্ডিকেটর, এলইডি হেড লাইট, এন্টি থেফ্ট অ্যালার্ম সিস্টেম, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল অডোমিটার, ইউ এস বি চার্জিং পোর্ট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ক্লক, সেন্ট্রাল লুকিং সিস্টেম, ইবিএস, রিমোট স্টার্ট, পুষ বাটন তাড়াতাড়ি ইত্যাদি ফিচার রয়েছে। এছাড়া ব্যাটারি দুটো চার্জ হওয়ার জন্য 60 ভোল্টের 10A আউটপুটের চার্জার দিয়েছে কোম্পানি।

Pure EV Ecodryft E-Bike: ব্যাটারি ও মোটর

এই ইলেকট্রিক বাইকে শক্তিশালী লিথিয়াম আয়ন ব্যাটারী প্যাকের ব্যবহার করা হয়েছে। যা ফাস্ট চার্জারের সাহায্যে চার্জ হতে বেশি সময় নেয় না। এই ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে 6 ঘণ্টা সময় নেয়। এটি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 80 কিলোমিটার থেকে 130 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এছাড়া এতে 3 কিলোওয়াটের ইলেকট্রিক মোটর রয়েছে। এর সাহায্যে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 75 কিলোমিটার বেগে ছুটতে পারে Pure EV Ecodryft E-Bike।

Pure EV Ecodryft E-Bike: দাম

এবার আমরা দামের কথা বলব। এই ইলেকট্রিক বাইকের এক্স শোরুম দাম 1.20 লাখ টাকা থেকে শুরু হয়েছে। তবে এর টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 1.30 লাখ টাকা। আপনারা চাইলে 12 হাজার 541 টাকার ডাউন পেমেন্ট করে এটি বাড়ি আনতে পারেন।