Bike Loan

Pulsar N160 vs Apache RTR 160: Pulsar N160 নাকি Apache RTR 160, কোনটি কিনবেন? জেনে নিন

Gourav Mondal

Published on:

pulsar-n160-vs-apache-rtr-160-which-is-better

গাড়ির বাজারে বর্তমানে Bajaj Auto এবং TVS উভয়ই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। Bajaj Auto বেশ কিছুদিন ধরে তাদের পালসার লাইনআপের গাড়ি গুলিকে একের পর এক আপডেট করে চলেছে। তাদের NS400Z লঞ্চ হওয়ার পাশাপাশি N160 এর মতো অন্যান্য বাইকগুলি নতুন প্রযুক্তির সাথে আপগ্রেড হয়েছে। অন্যদিকে TVS গাড়ি গুলিও গাড়ির বাজারে অত্যন্ত জনপ্রিয়। আজ এই প্রতিবেদনের মাধ্যমে Bajaj Pulsar N160 এবং TVS Apache RTR 160 4V সম্পর্কে (Pulsar N160 vs Apache RTR 160) একটি তুলনামূলক আলোচনা জানাবো।

   

দুটি বাইকের ডিজাইন

উভয় বাইকের ডিজাইনের ক্ষেত্রে খোলামেলা আকৃতির সামঞ্জস্য রয়েছে। উভয়কেই অত্যন্ত আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা হয়েছে যা সহজেই তরুণ প্রজন্মের মানুষকে আকৃষ্ট করে। দুটি তেই দেওয়া হয়েছে একটি LED হেডলাইট, যার টার্ন ইন্ডিকেটর গুলি বাল্ব সেটআপ এর সঙ্গে দেওয়া হয়েছে। তবে Pulsar N160 কেন্দ্রে একটি LED প্রজেক্টর বাল্ব রয়েছে। আর Apache RTR 160 তে একটি অনুভূমিক LED স্ট্রিপ ব্যবহার করা হয়েছে।

দুটি বাইকের ফিচার

Bajaj 2024 Pulsar N160 সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হল স্মার্টফোন সংযোগ সহ সম্পূর্ণ ডিজিটাল কনসোলের জন্য সুব্যবস্থা আছে। এই বাইকটিতে কল এবং এসএমএস নোটিফিকেশন দেখার ব্যবস্থা আছে। কল গ্রহণ ও প্রত্যাখ্যান করার ব্যবস্থা টিও অত্যন্ত উন্নতমানের। ব্যবহারকারী সহজেই এটি ব্যবহার করতে পারেন।

TVS Apache RTR 160 4V বাইকে এই সব বৈশিষ্ট্যের সঙ্গে বিভিন্ন রাইড মোড ও রয়েছে। Apache-এর সমস্ত ভেরিয়েন্টে রাইডার মোডগুলি একটি ডিফল্ট মোডে দেওয়া হয়েছে। Apache RTR 160 4V-র বিশেষ সংস্করণ গুলিতে সামঞ্জস্যযোগ্য ব্রেক এবং ক্লাচ লিভার। এই বাইকে পালসারের চেয়ে অনেক বেশি বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।

উভয় বাইকের পারফরমেন্স

Bajaj Pulsar N160 বাইকটিতে আছে একটি 164.82cc, একক সিলিন্ডার ইঞ্জিন। এটি 8750rpm-এ 15.68bhp এবং 6750rpm-এ 14.65Nm শক্তি তৈরি করতে পারে। এতে আবার পাঁচ স্পীড যুক্ত গিয়ারবক্স আছে।

TVS এর বাইকটিতে একটি 159.7cc, অয়েল কুলড মোটর ব্যবহার করা হয়েছে। এটি 14.73Nm এর সাথে 17.31bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম।

দুটি বাইকের পারফরম্যান্সকে আরো উন্নত করতে উভয় বাইকেই টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং মনোশকের বৈশিষ্ট্য গুলি যোগ করা হয়েছে। পালসার বাইকটিতে ব্রেকিং হার্ডওয়্যারে ডুয়াল চ্যানেল ABS সহ সামনে এবং পিছনের ডিস্ক ব্রেক রয়েছে। TVS Apache RTR 160 4V-এর ভেরিয়েন্ট গুলিতে একটি পিছনের ড্রাম ব্রেক থাকে।

কোন বাইকের কত দাম?

Bajaj Pulsar N160-এর দাম 132525 টাকা। অন্যদিকে TVS Apache RTR 160 4V দাম শুরু হয় 124870 টাকা থেকে। এবং এর সর্বোচ্চ দাম 138670 টাকা পর্যন্ত (Pulsar N160 vs Apache RTR 160)।