বর্তমানে ইলেকট্রিক বাইকের চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পেয়ে চলেছে। আপনি যদি নতুন ইলেকট্রিক বাইক কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার কাজে লাগতে পারে। সম্প্রতি লঞ্চ হয়েছে Power EV P-Sport। কী কী ফিচার্স রয়েছে এতে? জেনে নিন।
Power EV P-Sport বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই গ্রাহকদের আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ইলেকট্রিক বাইকে অ্যাডভান্স ফিচার ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে রয়েছে শক্তিশালী মোটর।
Power EV P-Sport বাইকে কি মোটর ব্যবহার করা হয়েছে
Power EV P-Sport মডেলে 3 কিলোওয়াটের হাব মোটর ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে হয়েছে শক্তিশালী ব্যাটারি ব্যাক। এই ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ দিলে 210 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এটি চার্জ হতে সময় লাগে মোটামুটি 4 ঘন্টা মত। এই মডেলটি দুটি ভেরিয়েন্টে উপলব্ধ। একটি হল STD আর অপরটি হল Plus।
Power EV P-Sport বাইকের চার্জ ও স্পিড
এই ইলেকট্রিক বাইকে ব্যবহৃত ব্যাটারির সাথে আপনারা পেয়ে যাবেন ফাস্ট চার্জিং সাপোর্ট। এই চার্জারের সাহায্যে ব্যাটারি চার্জ হতে সময় নেবে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা। Power EV P-Sport প্রতি ঘন্টায় সর্বোচ্চ 85 কিলোমিটার বেগে ছুটবে।
Power EV P-Sport বাইকের দাম
ভারতীয় বাজারে এই মডেলটি সাশ্রয়ী মূল্যে লঞ্চ করা হয়েছে। এটি আপনারা 1.71 লাখ টাকা (এক্স শোরুম, দিল্লী) থেকে 1.89 লাখ টাকার (এক্স শোরুম, দিল্লি) মধ্যে কিনতে পারবেন।