বাজাজ ভারতের সবথেকে বিখ্যাত বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আপনি কি বাজাজের বাইক কিনতে চাইছেন? কিন্তু টাকার অভাবে কিনতে পারছেন না! তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। এবার আপনারা বাজাজের এই দুর্দান্ত বাইকটি খুব কম দামে কিনতে পারবেন। জেনে নিন বিস্তারিত।
বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে প্রয়োজনের খাতিরেও অনেকে বাইক কিনতে পারছেন না। তাই আপনাদের জন্য আজ বাজাজের Pulsar AS150-র দারুন একটি অফার নিয়ে এসেছি। এই বাইক এবার আপনারা মাত্র 20 হাজার টাকায় কিনতে পারবেন।
Bajaj Pulsar AS150: ইঞ্জিন ও পারফরম্যান্স
Bajaj Pulsar AS150-তে 149.5cc-র সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড 4 স্ট্রোক DTS-i ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 9,500 rpm-এ 16.8 bhp শক্তি ও 7,000 rpm-এ 13 Nm টর্ক উৎপাদন করে। Bajaj Pulsar AS150-এ 5 স্পিড গিয়ার বক্স রয়েছে। এই বাইক প্রতি লিটারে 53 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
Bajaj Pulsar AS150: লুক
এই বাইকে আকর্ষণীয় সেমি ফেইরিং, প্রজেক্টর হেডল্যাম্প ও লম্বা উইন্ড স্ক্রীন রয়েছে। এই ফিচারগুলির কারণে Bajaj Pulsar AS150-এর লুক স্পোর্টি হয়ে উঠেছে। পাশাপাশি এতে স্টাইলিশ অ্যালয় হুইল ও LED টেইল লাইট রয়েছে। এতে আপনারা আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন। এই বাইকে টেলিস্কোপিক ফোর্ক ও নিট্রক্স মোনোশক সাসপেনশন রয়েছে। এছাড়া সুরক্ষার জন্য Bajaj Pulsar AS150-এর সামনের চাকার ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে।
Bajaj Pulsar AS150 বাইকের দাম
এই বাইকটি প্রোডাকশন কোম্পানি তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আপনারা শোরুমে এই বাইকটি পাবেন না। কিন্তু সম্প্রতি Quikr-এ Bajaj Pulsar AS150-এর 2011 সালের মডেল বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। এটি 50 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। এই বাইকের দাম 20 হাজার টাকা।