Bike Loan

Polarity Smart Executive Electric Cycle: চমৎকার লুকে ফিদা আট থেকে আশি! দাম মাত্র 38 হাজার টাকা, এক চার্জেই দৌড়বে মাইলের পর মাইল

Aindrila Dhani

Published on:

polarity-smart-executive-electric-cycle

Polarity Smart Executive Electric Cycle: এখন ইলেকট্রিক বাইক আর স্কুটারের পাশাপাশি ইলেকট্রিক সাইকেলের চাহিদাও দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Polarity Smart Executive Electric Cycle-এর সম্পর্কে। এটি বেশ শক্তিশালী ইলেকট্রিক সাইকেল। 2024 সালে বাজারে পেশ করা হয়েছে এটি। ভালোই রেঞ্জ দিতে পারে এই মডেল। এতে ভালো কোয়ালিটির ফিচার্স রয়েছে।

এখন অনেকেই ইলেকট্রিক সাইকেল কিনতে চাইছেন। কিন্তু বুঝতে পারছেন না কোনূ মডেলটি কিনবেন। তার জন্য আজ আমরা দারুণ একটি ইলেকট্রিক সাইকেলের বিকল্প নিয়ে হাজির হয়েছে। এতে আপনারা টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাবেন। এছাড়া এর ব্যাটারি ব্যাকআপ খুব ভালো। এই ইলেকট্রিক সাইকেলের দাম খুব একটা বেশি নয়। ‌

   

Polarity Smart Executive Electric Cycle: ব্যাটারি ও রেঞ্জ

এই ইলেকট্রিক সাইকেল এই শক্তিশালী ব্যাটারি প্যাকের ব্যবহার করেছে কোম্পানি। খুব শীঘ্রই এটি ভারতীয় বাজারে চলে আসবে। এই ইলেকট্রিক সাইকেলে 1.3 কিলোওয়াট ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। এটি সিঙ্গেল চার্জে 80 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম।

Polarity Smart Executive Electric Cycle: ফিচার্স

এই ইলেকট্রিক সাইকেলে আপনারা আধুনিক টেকনোলজির ফিচার পেয়ে যাবেন। এতে রয়েছে টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ভারতীয় বাজারে ব্লুটুথ কানেক্টিভিটি সহ খুব শীঘ্রই এটি লঞ্চ হবে। এছাড়া এতে রয়েছে দুর্দান্ত কিছু প্রয়োজনীয় ফিচার।

Polarity Smart Executive Electric Cycle: দাম

দামের কথা বলতে গেলে, Polarity Smart Executive Electric Cycle-এর দাম বেশ খানিকটা কম। এই মডেলটি ভারতীয় বাজারে 38 হাজার টাকার প্রারম্ভিক দামে উপলব্ধ হবে। তবে এর অন্যান্য শক্তিশালী ভ্যারিয়েন্টের দাম অনেকটাই বেশি হতে পারে।