Polarity Smart Executive Electric Cycle: ভারতে টু-হুইলার বাজারের রমরমা। আসলে এখানকার রাস্তাঘাট তুলনামূলক সরু। তাই ফোর হুইলারের তুলনায় টু-হুইলার ব্যবহার করতেই অনেকই স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রায়শই ভারতীয় বাজারে নিত্য নতুন মডেল লঞ্চ হচ্ছে। এবার সম্প্রতি লঞ্চ হয়েছে Polarity Smart Executive Electric Cycle। এই ইলেকট্রিক সাইকেল রয়েছে এডভান্স ফিচারের সুবিধা।
লঞ্চ হওয়ার পর থেকে এই মডেলটি নিয়ে চর্চা চলছে। 80 কিলোমিটার রেঞ্জ সহ বাজারে এসে গেছে Polarity Smart Executive Electric Cycle। এতে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি সুবিধা। এর ব্যাটারিতে 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন।
Polarity Smart Executive Electric Cycle: ফিচার্স
সবার প্রথমে আমরা এই ইলেকট্রিক সাইকেলটির ফিচার সম্বন্ধে কথা বলব। এর লুক বেশ আকর্ষণীয়। আর পাঁচটা ইলেকট্রিক সাইকেল থেকে এর চেহারা অনেকাংশে আলাদা। আপনারা যাঁরা ভিন্ন ধরনের জিনিস কিনতে পছন্দ করেন তাঁদের Polarity Smart Executive Electric Cycle ভালো লাগবে।
এই ইলেকট্রিক সাইকেলে ব্লুটুথ কানেক্টিভিটি, টিএফটি ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্ট ফোন কানেক্টিভিটি সহ বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন। কোম্পানি এই ইলেকট্রিক সাইকেলের সাথে কানেক্ট করার জন্য পৃথক অ্যাপ তৈরি করেছে। যার মাধ্যমে আপনারা নিজের স্মার্টফোনের সাথে এটি কানেক্ট করতে পারবেন। এতে চার্জিং, লোকেশন আর সার্ভিস ডিটেলের মতো তথ্য জানতে পারবেন।
Polarity Smart Executive Electric Cycle: রেঞ্জ
কোম্পানি এই ইলেকট্রিক সাইকেলে শক্তিশালী ব্যাটারি প্যাকের ব্যবহার করেছে। এতে আপনারা 1.3 কিলোওয়াট ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের সুবিধা পেয়ে যাবেন। এটি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 80 কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে পারে। এর ব্যাটারিতে 3 বছরের ওয়ারেন্টি রয়েছে।
Polarity Smart Executive Electric Cycle: দাম
এবার আমরা এই ইউনিক ডিজাইনের ইলেকট্রিক সাইকেলটির দাম সম্পর্কে কথা বলব। এর মোট ছয়টি ভ্যারিয়েন্ট উপলব্ধ রয়েছে। এই ইলেকট্রিক সাইকেলের দাম 38 হাজার টাকা থেকে শুরু হয়েছে। তবে Polarity Smart Executive Electric Cycle-এর টপ ভ্যারিয়েন্টের দাম 1.01 লাখ টাকা।