PMV EaS-E Electric: আপনি যদি সস্তায় ইলেকট্রিক ফোর হুইলার গাড়ি কেনার কথা ভেবে থাকেন তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। ভারতীয় বাজারে বিভিন্ন বাজেটের মধ্যে ইলেকট্রিক গাড়ি উপলব্ধ রয়েছে। সেগুলোর মধ্যে থেকে আপনি MG PMV EaS-E বেছে নিতে পারেন৷ কারণ এটি দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক ফোর হুইলার গাড়ি।
এই ইলেকট্রিক গাড়িতে একটি বড় ব্যাটারি প্যাক ব্যবহার করেছে কোম্পানি। এছাড়া এই গাড়িতে 200 কিলোমিটারের ড্রাইভিং রেঞ্জ এবং অনেকগুলি দুর্দান্ত ফিচার্স রয়েছে৷
PMV EaS-E Electric গাড়ি: বিশেষত্ব
আপনাদের বলে রাখি, এই মিনি ইলেকট্রিক গাড়িটি বিশেষভাবে শহুরে পরিবেশের জন্য ডিজাইন করা হয়েছে। যা এর কম দাম এবং হাই-টেক ফিচার্সের কারণে গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ফোর হুইলার গাড়িটি সবচেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি। এটি 11টি রঙের বিকল্পে পাওয়া যায়।
PMV EaS-E ইলেকট্রিক গাড়ি: ব্যাটারি এবং রেঞ্জ
এই গাড়ির ব্যাটারি প্যাক এবং রেঞ্জ সম্পর্কে কথা বলতে গেলে, MPV EaS-E তে 10 কিলোওয়াটের লিথিয়াম আয়ন ক্যাপাসিটির ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যা একবার সম্পূর্ণ চার্জ হলে 200 কিলোমিটারের বেশি ড্রাইভিং রেঞ্জ প্রদান করতে পারে। এই ইলেকট্রিক গাড়িতে ব্যবহৃত ব্যাটারি প্যাক মাত্র 4 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।
PMV EaS-E ইলেকট্রিক গাড়ি: মোটর ও সর্বোচ্চ গতিবেগ
MPV EaS-E ইলেকট্রিক গাড়িতে বড় ব্যাটারির পাশাপাশি 10 কিলোওয়াটের PMSM ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। যা 500 NM টর্ক উৎপাদন করতে সক্ষম। এটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে চলতে সক্ষম।
PMV EaS-E ইলেকট্রিক গাড়ি: ফিচার্স
ফিচারের কথা বলতে গেলে, এতে ডিজিটাল স্পিডোমিটার, ইলেকট্রিক ব্রেকিং সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলার মতো অনেক উন্নত ফিচার্স দেওয়া হয়েছে।
PMV EaS-E ইলেকট্রিক গাড়ি: দাম
এই ইলেকট্রিক গাড়িটি প্রথমবার 2022 অটো এক্সপো-তে পেশ করা হয়েছিল। এবার এই গাড়িটি লঞ্চ হতে চলেছে। ভারতীয় বাজারে এই ইলেকট্রিক গাড়ির দাম 4 লাখ টাকা থেকে 5 লাখ টাকার মধ্যে হতে পারে। তবে এখন আপনারা মাত্র 2 হাজার টাকায় এটি বুক করতে পারবেন।