Bike Loan

PeV Phantom: তিন চাকার আজব ই-বাইক! চেহারায় মন জিতেছে চালকদের, দাম শুনলে চমকে যাবেন

pev-phantom-2024

PeV Phantom : গত কয়েক বছরে অটোমোবাইল সেক্টরে আমূল পরিবর্তন ঘটেছে। ইলেকট্রিক ফোর হুইলারের পাশাপাশি ইলেকট্রিক টু হুইলারের চাহিদা দিনে দিনে বৃদ্ধি পেয়েই চলেছে। এখন বাজারে চলে এসেছে ইলেকট্রিক স্কুটার। ভীড় বাসে আর ঠেলাঠেলি করে নয় এবার ইলেকট্রিক স্কুটার চালিয়েই চলে যেতে পারবেন নিজের গন্তব্যে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল হচ্ছে। যেখানে দেখা গেছে অনন্য ডিজাইনের ইলেকট্রিক স্কুটার।

আসলে পেট্রোল আর ডিজেলের উর্ধ্বমুখী দামের কারণেই ইলেকট্রিক স্কুটারের প্রতি মানুষের ঝোঁক বেড়েছে। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার স্কুটারটি মূলত বয়স্ক মানুষদের জন্য ডিজাইন করা হয়েছে। যাতায়াত করার জন্য বয়স্ক মানুষদের বেশি ঝক্কি পোহাতে হয়। তাদের জন্য স্পেশাল এই ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে Kela Sons। মডেলটির নাম- PeV Phantom। এটি একটি থ্রি হুইলার বিশিষ্ট ইলেকট্রিক স্কুটার। বয়স্ক মানুষদের সুবিধার জন্য এতে বিশেষ কিছু ফিচার্সের ব্যবহার করেছে কোম্পানি।

   

PeV Phantom: ডিজাইন

এই বিশেষ ইলেকট্রিক স্কুটারের ভিডিওটি ইউটিউবে মিস্টার অটো দ্বারা আপলোড করা হয়েছিল। যা ইতিমধ্যে তুমুল ভাইরাল হয়েছে। গাড়ির মতোই এতে ফ্রন্ট সিট রাখা হয়েছে। যাতে বয়স্ক মানুষরা এতে আরামে বসতে পারেন। আর ফলে তাদের পিঠে বা কোমরে ব্যথা না হয়। জানা যাচ্ছে, এই ইলেকট্রিক স্কুটারে এলইডি প্রজেক্টরের ব্যবহার করা হয়েছে।

PeV Phantom: ফিচার্স

এছাড়া এই ইলেকট্রিক স্কুটারে 10 ইঞ্চির সিলভার অ্যালয় হুইলের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রয়েছে 190 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এই ইলেকট্রিক স্কুটারের দুই দিকেই ভালো কোয়ালিটির সুইচ ব্যবহার করা হয়েছে। বাঁদিকে হর্ণ আর ইন্ডিকেটরের সুইচ রয়েছে। আর ডান দিকে রয়েছে ড্রাইভিং মোড ও হেডলাইটের সুইচ।

এতে টেলিস্কোপিক সাসপেনশনের ব্যবহার করা হয়েছে। PeV Phantom-এর সিট যথেষ্ট বড়। এতে রয়েছে এডজাস্টেবল হ্যান্ড রেস্ট। যার ফলে হাত ব্যাথা হওয়ার কোনো সম্ভাবনা নেই। সিটের পেছনে রয়েছে স্টোরেজ বক্স। আর সিটের নিচেও স্টোরেজ দেওয়া হয়েছে।

PeV Phantom: দাম

এই মডেলটি 88 হাজার টাকায় উপলব্ধ।