One Electric Motorcycles Kridn: পেট্রোলের উর্ধ্বমুখী দাম সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই দৈনন্দিন যাতায়াতের জন্য পাব্লিক ট্রান্সপোর্টের ব্যবহার করছেন। কিন্তু প্যাচপ্যাচে গরমে ভিড়ের মধ্যে যাতায়াত করা খুবই কষ্টকর। বাজারে এখন বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক মোটরসাইকেল উপলব্ধ। সম্প্রতি লঞ্চ হয়েছে One Electric Motorcycles Kridn।
এই বাইকে প্যাসেঞ্জার ফুটরেস্ট ও সিঙ্গেল সিট রয়েছে। সিঙ্গেল চার্জে 100 কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে পারে এটি। এছাড়া সুরক্ষার জন্য ডিস্ক ব্রেকের ব্যবহার করেছে কোম্পানি। এই টু-হুইলারে শক্তিশালী ও বড় ব্যাটারি প্যাক রয়েছে। এর পাশাপাশি রয়েছে লেটেস্ট টেকনোলজির ইলেকট্রিক মোটর। এই বাইক আপনার বেশ কিছু টাকা সাশ্রয় করবে।
One Electric Motorcycles Kridn: ব্যাটারি
এই ইলেকট্রিক বাইকে 3.65 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। এটি সম্পূর্ণ চার্জ হতে বেশি সময় নেয় না। এতে অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে। ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে ইকো মোডে 110 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। আর স্পোর্ট মোডে সিঙ্গেল চার্জে 80 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এই মডেলে 5 কিলোওয়াটে্র মোটর রয়েছে। যা 200 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 90 কিলোমিটার বেগে ছুটতে পারে এই বাইক।
One Electric Motorcycles Kridn: ফিচার্স
সুরক্ষার দিকে সম্পূর্ণ খেয়াল রেখেছে কোম্পানি। এতে ডিস্ক ব্রেক সহ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের ব্যবহার করেছে কোম্পানি। এছাড়া ডিজিটাল স্পিডোমিটার ও ডিজিটাল ওডোমিটারের সুবিধা রয়েছে এতে। এই ইলেকট্রিক বাইকে লো ব্যাটারি ইন্ডিকেটর, ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল, প্যাসেঞ্জার ফুটরেস্ট, সিঙ্গেল সিট, ডিসপ্লে ইত্যাদি রয়েছে। এর লুক আরও আকর্ষণীয় করে তুলতে ও রাতে সুরক্ষিত রাইডিংয়ের জন্য এলইডি হেডলাইট, বাল্ব টেইল লাইট, DRL ইত্যাদি রয়েছে। এছাড়া One Electric Motorcycles Kridn-এ টেলিস্কোপিক ফ্রন্ট হাইড্রোলিক সাসপেনশন ও হাইড্রোলিক রেয়ার সাসপেনশন রয়েছে। এই ইলেকট্রিক বাইকে 17 ইঞ্চির অ্যালয় হুইল ও টিউবলেস টায়ারের ব্যবহার করেছে কোম্পানি।
One Electric Motorcycles Kridn: দাম
এই বাইকটির এক্স শোরুম দাম 1 লাখ 35 হাজার টাকা। 6 হাজার 750 টাকার আরটিও এবং 5 হাজার 637 টাকার ইন্সুরেন্স মিলিয়ে এর অন রোড দাম পড়বে 1 লাখ 47 হাজার 387 টাকা। আপনি এত দাম দিয়ে কিনতে না চাইলে ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন। সেক্ষেত্রে 15 হাজার টাকা ডাউন পেমেন্ট করলে 8 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 4 হাজার 149 টাকা করে কিস্তি জমা করতে হবে।