Ola S1 X: বর্তমানে টু হুইলার মার্কেটে ইলেকট্রিক স্কুটার এর চাহিদা অনেকটা বেড়ে গেছে। বিশেষ করে প্রিমিয়াম বাজেটের স্কুটারের চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। বেশ কিছু কোম্পানি ইতিমধ্যে এই সেগমেন্টে নিজেদের প্রোডাক্ট লঞ্চ করেছে। ভারতীয় বাজারে রীতিমতো রাজত্ব করছে ওলা ইলেকট্রিক।
এই কোম্পানির অন্যতম জনপ্রিয় মডেল হল Ola S1 X। এই মডেলটি অন্যান্য কোম্পানিদের কাছে চ্যালেঞ্জের মতো। দুর্দান্ত পারফরম্যান্স আর স্টাইলিশ লুক সহ গ্রাহকদের মন জিতেছে এই মডেলটি। আপনিও যদি এমন একটি স্কুটার নিজের কাছে রাখতে চান, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য।
Ola S1 X: রেঞ্জ
সবার প্রথমে আমরা এই প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি সম্বন্ধে আলোচনা করে নেব। এই ইলেকট্রিক স্কুটারে দুটি বিকল্প রয়েছে। প্রথম বিকল্পে 3.5 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটি ব্যাটারি যুক্ত থাকে। যা একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 125 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এছাড়া দ্বিতীয় বিকল্পে 2.5 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটি ব্যাটারি থাকে। এটি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 80 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।
Ola S1 X : ফিচার্স
এই স্কুটারের বিশেষত্ব হল, এতে আপনারা তিনটি রাইডিং মোড পেয়ে যাবেন। যথা:- ইকো, নরমাল আর স্পোর্টস। এছাড়া এতে আপনারা ক্রুজ কন্ট্রোল, ডুয়াল শকস্, সাইড স্ট্যান্ড এলার্ট, রিভার্স মোড, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশনের মতো ফিচার রয়েছে।
Ola S1 X: ডিসকাউন্ট অফার
দামের কথা বলতে গেলে, আপনারা খুব সস্তায় এটি পেয়ে যাবেন। কারণ ওলা ইলেকট্রিক নিয়ে এসেছে ডিসকাউন্ট অফার। Ola S1 X-এর 2 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটি ও 4 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির মডেলে 10 হাজার টাকার ডিসকাউন্ট রয়েছে। অপরদিকে 3 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটি মডেলে 5 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন।
ভারতে Ola S1 X-এর এই 3টি মডেল উপলব্ধ রয়েছেন। 2 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির মডেলটির এক্স শোরুম দাম 69 হাজার 999 টাকা। আর 3 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির মডেলটির এক্স শোরুম দাম 84 হাজার 999 টাকা। অপরদিকে 4 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির মডেলটির এক্স শোরুম দাম 99 হাজার 999 টাকা।