Bike Loan

Ola S1 X 2kW: স্কুটি প্রেমীরা লুফে নিন! এত সস্তা দেখলে অবাক হবেন, রেঞ্জ 100 কিমি

Aindrila Dhani

Published on:

ola-s1-x-2kw-on-road-price

Ola S1 X 2kW: বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এই সেক্টরে বেশকিছু স্টার্ট আপ কোম্পানি ইতিমধ্যে লঞ্চ করেছে। ইলেকট্রিক স্কুটারের নাম উঠলেই আমাদের Ola Electric-এর কথা মনে পড়ে যায়। এই কোম্পানি প্রিমিয়াম কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে। ফলে এই কোম্পানির ইলেকট্রিক অটোমোবাইলের দাম সাধারণ মানুষের আয়ত্তের বাইরে থাকে। কিন্তু এই প্রতিবেদনে আমরা 100 কিলোমিটার রেঞ্জের বাজেট ফ্রেন্ডলি একটি মডেলের কথা আপনাদের বলব। জেনে নিন বিস্তারিত।

এখন Ola Electric ভারতের অন্যতম বড়ো ইলেকট্রিক স্কুটার নির্মাতা কোম্পানি। এই কোম্পানির একাধিক মডেল ভারতের রাস্তায় দেখা যায়। আজ আমরা Ola S1 X 2kW-র সম্পর্কে কথা বলব। এটি 100 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এছাড়া রয়েছে আধুনিক ফিচার্স। এই ইলেকট্রিক স্কুটারের আকর্ষণীয় লুক দেখলে আপনারা পুরো ফিদা হয়ে যাবেন।

Ola S1 X 2kW ইলেকট্রিক স্কুটারের ফিচার্স

সবার প্রথমে আমরা এই ইলেকট্রিক স্কুটারের ফিচারের সম্পর্কে কথা বলব। এতে আপনারা ডিজিটাল স্পিডোমিটার, পুস বাটন স্টার্ট, রাইডিং মোড, USB চার্জিং সাপোর্ট ইত্যাদি রয়েছে। এর পাশাপাশি LED হেডলাইট, LED DRL প্রভৃতি রয়েছে। Ola S1 X 2kW ইলেকট্রিক স্কুটারে টেলিস্কোপিক ফোর্ক পেয়ে যাবেন।

Ola S1 X 2kW ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্যাক ও রেঞ্জ

Ola Electric-এর সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার হল Ola S1 X 2kW। এতে 2 কিলোওয়াটের শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে রয়েছে 2700 ওয়াটের BLDC টেকনোলজির শক্তিশালী মাউন্টেন মোটর। এই মোটর সর্বোচ্চ 6000 ওয়াটের শক্তি উৎপাদন করতে পারে। শক্তিশালী মোটরের সাহায্যে Ola S1 X 2kW প্রতি ঘন্টায় 95 কিলোমিটার বেগে ছুটতে পারে।‌

এই ইলেকট্রিক স্কুটারে ব্যবহৃত ব্যাটারি প্যাক লিথিয়াম আয়নের। এতে IP67 রেটিং রয়েছে। এটি সম্পূর্ণ চার্জ হতে 7 ঘন্টা সময় নেয়। এটি একবার সম্পূর্ণ চার্জ হলে 91 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।

Ola S1 X 2kW ইলেকট্রিক স্কুটারের দাম

Ola Electric-এর সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার হল Ola S1 X 2kW। এই ভেরিয়েন্টের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 69 হাজার 999 টাকা থেকে।