Bike Loan

Ola S1 Air: ওলার ফাটাফাটি স্কুটি দাম মাত্র 3,500 টাকা! ফুল চার্জে ছুটবে 151 কিমি রেঞ্জ

Aindrila Dhani

Published on:

ola-s1-air-price

Ola S1 Air EMI: এই মূল্যবৃদ্ধির বাজারে সংসার চালাতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সেখানে দাঁড়িয়ে আবার পেট্রোলের দাম ক্রমাগত বেড়েই চলেছে। ভারতের রাস্তা তুলনামূলক সরু হওয়ার কারণে এখানে টু-হুইলারের ব্যবহারই বেশি দেখা যায়। পেট্রোলের দাম বেশি হওয়ার কারণে আজকাল প্রয়োজনেও মানুষ গাড়ি ব্যবহার করতে পারছেন না। এই সমস্যার সমাধান নিয়ে এসেছে ইলেকট্রিক টু-হুইলার। এখন আর পেট্রোলের পিছনে অতিরিক্ত খরচ করতে হবে না আপনাদের। ইলেকট্রিক টু-হুইলার চালিয়েই আপনারা পৌঁছে যেতে পারবেন নিজেদের গন্তব্যে।

   

ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা দেখে একের পর এক কোম্পানি নতুন মডেল লঞ্চ করে চলেছে। এই সেক্টরের বিখ্যাত কোম্পানি হল Ola Electric। প্রিমিয়াম কোয়ালিটি ও অ্যাডভান্স ফিচার যুক্ত ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার জন্য এই কোম্পানি প্রসিদ্ধ। তাই স্বাভাবিকভাবে Ola Electric-এর স্কুটারের দাম খানিকটা বেশি। তবে আপনাদের চিন্তা করতে হবে না। আজ আমরা Ola S1 Air মডেলের দারুন একটি ফাইন্যান্স প্লান নিয়ে হাজির হয়েছে। এবার নিজের পছন্দের মডেলটি সহজেই কিনতে পারবেন আপনারা।

Ola S1 Air স্কুটির ব্যাটারি ও মোটর

যেকোনো ইলেকট্রিক টু-হুইলারের জন্য তার ব্যাটারি আর মোটর শক্তিশালী হওয়া ভীষণ দরকার। Ola S1 Air মডেলে 2700 ওয়াটের BLDC টেকনোলজির মাউন্টেন হাব মোটর ব্যবহার করা হয়েছে। এই মোটর সর্বোচ্চ 6000 ওয়াটের পাওয়ার জেনারেট করে থাকে। এই কারণে Ola S1 Air প্রতি ঘন্টায় 90 কিলোমিটার বেগে ছুটতে পারে।

এছাড়া এই ইলেকট্রিক স্কুটারে শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এতে লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। ব্যাটারিটিতে IP67 রেটিং রয়েছে। এটি একবার সম্পূর্ণ চার্জ দিলে 151 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এই ব্যাটারিতে আপনারা 8 বছরের জন্য ওয়ারেন্টি পেয়ে যাবেন।

Ola S1 Air স্কুটির অ্যাডভান্স ফিচার্স

এই ইলেকট্রিক স্কুটারে বেশকিছু অ্যাডভান্স ফিচারের ব্যবহার করেছে কোম্পানি। এতে রয়েছে 7 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্মার্টফোন কানেক্টিভিটি, টিউবলেস টায়ার, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম সিস্টেম, নেভিগেশন, LED হেডলাইট ইত্যাদি।

Ola S1 Air স্কুটির দাম ও ফাইন্যান্স প্ল্যান

Ola S1 Air ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম দাম 1 লাখ 4 হাজার 999 টাকা। আপনারা যদি ফাইন্যান্স প্ল্যানে এটি কিনতে চান সেক্ষেত্রে 3 হাজার 500 টাকার EMI দিতে হবে।