Ola Electric S1 X : Ola Electric তার Ola Electric S1 X ইলেকট্রিক স্কুটার এর নতুন ভেরিয়েন্ট ভারতে লঞ্চ করেছে। এতে রয়েছে বড় ব্যাটারি প্যাক। এই নতুন ভেরিয়েন্টে 4kWh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। একবার সম্পূর্ণ চার্জ দিলে এই মডেলটির রেঞ্জ 190 কিলোমিটার রেঞ্জ দিতে পারে এই মডেলটি। Ola S1 X 4kWh এর এক্স শোরুম মূল্য 1 লাখ 10 হাজার টাকা।
Ola Electric S1 X-এর বিস্তারিত তথ্য :
2023 এর আগস্ট মাস নগদ S1 X ইলেকট্রিক স্কুটারের 2kWh ও 3kWh ব্যাটারি প্যাক ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছিল। এবার এই নতুন ভেরিয়েন্টের বুকিং শুরু হয়ে গেছে। এপ্রিল মাস নাগাদ এটির ডেলিভারি হওয়াও শুরু হয়ে যাবে। সম্প্রতি Ola নতুন ঘোষণা করেছে। Ola জানিয়েছে, তারা নিজেদের সার্ভিস সেন্টার বাড়াতে চাইছে। গ্রাহকরা যাতে দেশের যে কোন স্থানে Charging Network, Battery Warranty পেয়ে যেতে পারে।
আরও পড়ুন : Royal Enfield Hunter 350 : সাশ্রয়ী মূল্যে পাবেন Royal Enfield-এর দুর্দান্ত এই বাইক, ফিচারস দেখে ফেলুন কিনে
Ola Electric S1 X ইলেকট্রিক স্কুটার এর ব্যাটারীতে 8 বছর অথবা 80 হাজার কিলোমিটারের ওয়ারেন্টি দিতে পারে। গ্রাহকরা চাইলে ব্যাটারির ওয়ারেন্টি 1 লাখ ইউনিট পর্যন্ত বাড়াতে পারবে। তবে এর জন্য তাদের 4 হাজার 999 টাকা জমা করতে হবে। এছাড়া 1 লাখ 25 হাজার কিলোমিটারের জন্য 12 হাজার 999 টাকা দিতে হবে।
মাত্র 3.3 সেকেন্ডে 0 থেকে 40 kmph গতি তুলতে পারে এই ইলেকট্রিক স্কুটার টি। এই মডেলের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 90 কিলোমিটার। এর সামনে Telescopic Forks ও পিছনে Twin Shock Absorber রয়েছে। এতে Eco, Normal আর Sports মোড রয়েছে।
আরও পড়ুন : Suzuki V-Strom : দুর্দান্ত লুকের পাশাপাশি রয়েছে মন মাতানো ফিচারস, বাজারে আসছে Suzuki-র নতুন বাইক
Ola Electric S1 X ইলেকট্রিক স্কুটারে 34 লিটার Bootspace, LED Tail Lamps, Smiley Shaped Dual Pod Headlights ইত্যাদি রয়েছে। এছাড়া Flat Type Seat, 7 ইঞ্চ TFT Touchscreen Instrument Cluster রয়েছে।