Bike Loan

Ola Electric: পেট্রোলের চিন্তা বাই বাই! ওলার ঝক্কাস ইলেকট্রিক স্কুটি, জলের দরে বাজারে

Aindrila Dhani

Published on:

ola-electric-may-sales-report-2024

Ola Electric May Sales Report: Ola Electric ভারতীয় বাজারের এক বিখ্যাত ইলেকট্রিক টু-হুইলার নির্মাণকারী কোম্পানি। বিগত ইলেকট্রিক বাইক ও ইলেকট্রিক স্কুটারের চাহিদা বেশ খানিকটা বেড়ে গেছে। বিশেষ করে ইলেকট্রিক স্কুটার অনেকেই কিনতে চাইছেন। এই সেগমেন্টে Ola Electric রাজত্ব করছে।

ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটারের সেক্টরে প্রিমিয়াম মডেল লঞ্চ করে থাকে এই কোম্পানি। অবশ্য এখন অনেক কোম্পানিই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা শুরু করেছে। কিন্তু কেউই Ola Electric-এর সাথে পাল্লা দিতে পারছে না। প্রতি মাসে এই কোম্পানি সেলসের দিক থেকে নতুন রেকর্ড তৈরি করছে। তবে এপ্রিলে খুব একটা লাভ করতে পারেনি Ola Electric। কিন্তু মে মাসে রেকর্ড সেলস নথিভূক্ত করেছে এই কোম্পানি।

Ola Electric-এর মে মাসের বিক্রি (Ola Electric May Sales Report)

ইলেকট্রিক টু-হুইলার ইন্ডাস্ট্রিতে বেশ কিছু কোম্পানি বেশ ভালো ব্যবসা করছে। তারা ভালো ফিচার্স সহ ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে ভারতীয় বাজারে। কিন্তু তা সত্ত্বেও Ola Electric-এর চাহিদা কমার বদলে আরো বেড়ে গেছে। এখন ইলেকট্রিক স্কুটারের সেগমেন্টে এক নম্বরে রয়েছে Ola Electric।

মে মাসে এই কোম্পানি মোট 37 হাজার 191 ইউনিট ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে। আসলে এই কোম্পানির ইলেকট্রিক স্কুটার স্মার্ট ফিচার্স ব্যবহার করা হয়। যা গ্রাহকদের আকর্ষণ করার অন্যতম মাধ্যম। এছাড়া নিজেদের প্রোডাক্টের বিক্রি বৃদ্ধি করতে বিভিন্ন ধরনের অফার নিয়ে আসে Ola Electric। যা নতুন রেকর্ড তৈরি করার জন্য যথেষ্ট।

আপনাদের জানিয়ে রাখি, মার্কেটে ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টে Ola Electric-এর শেয়ার 49 শতাংশ। অর্থাৎ বর্তমানে বেশিরভাগ গ্রাহকই Ola Electric-এর ইলেকট্রিক স্কুটার ব্যবহার করেন। এই কোম্পানির বেস্ট সেলিং মডেল হল Ola S1। তবে এবার এই সিরিজে যুক্ত হতে চলেছে আরো একটি নতুন মডেল।

Ola Electric লঞ্চ করতে চলেছে নতুন ইলেকট্রিক স্কুটার

ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার মার্কেটে রীতিমতো রাজত্ব করছে Ola Electric। বর্তমানে এই কোম্পানির কয়েকটি মডেল বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে। সেগুলি হল Ola S1 X, Ola S1 ও Ola S1 Pro। এই মডেলগুলির বেশ কয়েকটি ভ্যারিয়েন্টও কিন্তু উপলব্ধ রয়েছে। Ola S1 X একটি এন্ট্রি লেভেল মডেল, অপরদিকে Ola S1 Pro হাই স্পেক প্রিমিয়াম মডেল। এবার কি তবে এই তালিকায় নাম লেখাতে চলেছে নতুন ইলেকট্রিক স্কুটার?