Ola Electric Discount Offer : সবে ভ্যালেন্টাইন ডে গেল। এই উপলক্ষে বিভিন্ন অফার লঞ্চ করেছিল বেশকিছু অটোমোটিভ ম্যানুফ্যাকচারার সংস্থা। আবার কয়েকটি সংস্থা তাদের নতুন মডেলের ওপর থেকে পর্দা সরিয়েছিল বা লঞ্চ করেছিল। কিন্তু Ola ভ্যালেনটাইন ডে উপলক্ষে তাদের প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট ঘোষণা করেছে। 25 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা Ola র সমস্ত প্রোডাক্টে। জেনে নিন বিস্তারিত।
ভ্যালেনটাইন ডে উপলক্ষে Ola তার নতুন গ্রাহকদের জন্য দারুন গিফটের ঘোষণা করেছে। ভবেশ আগারওয়াল সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ‘X’ এ টুইট করে জানিয়েছেন তাদের এই ডিসকাউন্ট এর ব্যাপারে। ঘোষণা অনুযায়ী, এই ডিসকাউন্ট শুরু হয়েছে 16 ই ফেব্রুয়ারি, 2024 থেকে। এই ডিসকাউন্ট আপনারা গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে অর্থাৎ 29 শে ফেব্রুয়ারি, 2024 পর্যন্ত পাবেন।
Ola Electric এর CEO ভবেশ আগারওয়াল সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ‘X’ এ জানিয়েছেন, তারা Ola Electric discount offer-এ সবকটি প্রোডাক্টে 25 হাজার টাকা পর্যন্ত দাম কমিয়েছেন। 16 ই ফেব্রুয়ারি থেকে শুরু করে, গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে এই ডিসকাউন্ট চলবে। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে Ola Electric এর গ্রাহকদের জন্য, তাদের তরফ থেকে উপহার।
আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে Ola Electric এর তিনটি মডেল আপনার ডিসকাউন্টে কিনলে দুর্দান্ত বেনিফিট পাবেন। Ola Electric এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, Ola S1 X+ এর বর্তমান এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 79 হাজার 999 টাকা থেকে। আর Ola S1 Air এর বর্তমান এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 1 লাখ 19 হাজার 999 টাকা থেকে। অপরদিকে Ola S1 Pro এর এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 1 লাখ 29 হাজার 999 টাকা থেকে। ভবেশ আগরওয়াল সোশ্যাল মিডিয়ায় পোস্ট আপলোড করার সাথে একটি ছবিও অ্যাটাচ করেছেন। ওই ছবিতে Ola S1 Pro এর এক্স শোরুম মূল্য ওয়েবসাইট অনুযায়ী থাকলেও, Ola S1 X ও Ola S1 Air এর মূল্য ওয়েবসাইট থেকে ভিন্ন উল্লেখ করা হয়েছে।
ছবিটি অনুযায়ী, Ola S1 Air এর এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 1 লাখ 4 হাজার 999 টাকা থেকে। আর Ola S1 X+ এর এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 84 হাজার 999 টাকা থেকে। এই ডিসকাউন্টের লাভ নিতে সত্বর নিকটবর্তী Ola ডিলারশিপে যোগাযোগ করুন।