Bike Loan

Ola Cruiser: দাঁড়িয়ে যান, চোখ ধাঁধানো লুকে ওলার নতুন বাইক! দুর্দান্ত মাইলেজ, সেরা ভ্যালু ফর মানি বাইক

Aindrila Dhani

Published on:

ola-cruiser-bike-price

আপনি কি নতুন ইলেকট্রিক টু-হুইলার কিনতে চাইছেন? Ola Electric একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি প্রিমিয়াম কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার তৈরি করার জন্য বিখ্যাত। এবার Ola Electric নিয়ে আসছে নতুন ইলেকট্রিক বাইক। জেনে নিন বিস্তারিত।

   

খুব শীঘ্রই Ola Electric তাদের ইলেকট্রিক বাইক লঞ্চ করবে। মডেলটি নাম রাখা হয়েছে Ola Cruiser। একবার সম্পূর্ণ চার্জে 300 কিলোমিটার রেঞ্জ দেবে এই মডেল। 2023 সালের আগস্টে Ola Electric বাইক লঞ্চ করেছিল। যা গ্রাহকদের ভীষণ পছন্দ হয়েছিল। আরও একবার ভারতীয় বাজারে ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে এই কোম্পানি। এই মডেলে আপনারা ভালো রেঞ্জের পাশাপাশি অ্যাডভান্স ফিচার পেয়ে যাবেন।

Ola Cruiser বাইকের ফিচার্স

এই আসন্ন ইলেকট্রিক বাইকের ফিচার সম্বন্ধে কথা বলতে গেলে, Ola Cruiser-এ আধুনিক টেকনোলজির ব্যবহার করেছে কোম্পানি। এছাড়া এতে নেভিগেশন সিস্টেম ও নতুন LED হেডলাইট, ল্যাম্প ইত্যাদি রয়েছে। রাতে ড্রাইভিং করার সময় যাতে কোনো অসুবিধা না হয়, তার দিকে খেয়াল রেখেছে কোম্পানি। এই ইলেকট্রিক বাইকে হাই স্পিড ও লো স্পিডের মতো ড্রাইভিং মোড রয়েছে। Ola Cruiser-এ নতুন DRL লাইট ব্যবহার করা হয়েছে।‌

Ola Cruiser: রেঞ্জ

এই ইলেকট্রিক বাইকে বড় ও শক্তিশালী ব্যাটারির ব্যবহার করা হয়েছে। যা সম্পূর্ণ চার্জ হতে মোটামুটি 5 ঘন্টা সময় নেবে।‌ এটি একবার সম্পূর্ণ চার্জ দিলে 250 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। এছাড়া স্পিড বেশি দেওয়ার জন্য এতে আধুনিক টেকনোলজির মোটর ব্যবহার করা হয়েছে।

Ola Cruiser বাইকের দাম

কোম্পানি Ola Cruiser ইলেকট্রিক বাইকের এক্স শোরুম দাম 3 লাখ টাকা রেখেছে।