Bike Loan

Okaya Ferrato Disruptor: পেট্রোলের চিন্তা বাই বাই! প্রতি কিমিতে খরচ মাত্র 25 পয়সা, প্রতি মাসে 3 হাজার দিলেই বাইক ঘরে

Aindrila Dhani

Published on:

okaya-ferrato-disruptor-range

Okaya-র সাব ব্র্যান্ড Ferrato-র সর্বপ্রথম ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে এসেছে। আপনারা যাঁরা প্রিমিয়াম কোয়ালিটির ইলেকট্রিক মোটরসাইকেলের খোঁজে রয়েছেন, এই মডেলটি তাঁদের জন্য উপযুক্ত হতে পারে। আজকের প্রতিবেদনে আমরা কথা বলছি Okaya Ferrato Disruptor-এর সম্পর্কে।

   

পেট্রোল ও ডিজেলের ঊর্ধ্বমুখী নামের কারণে এখন অনেকেই ইলেকট্রিক বাইক ব্যবহার করা শুরু করেছেন। Okaya Ferrato Disruptor-র ডিজাইন সুপার স্পোর্ট বাইকের মতো রাখা হয়েছে। এতে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। কোম্পানি দাবি করেছে, এই ইলেকট্রিক বাইকটি 129 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম।

Okaya Ferrato Disruptor : রেঞ্জ

এই ইলেকট্রিক বাইকে 3.97 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে।‌ এছাড়া এতে 3.3 কিলোওয়াটের পিএমএসএম টেকনোলজির হাব মোটর রয়েছে। কোম্পানি দাবি করেছে, এই মোটরের সাহায্যে Okaya Ferrato Disruptor প্রতি ঘণ্টায় 95 কিলোমিটার বেগে ছুটতে পারে। এতে ব্যবহৃত ব্যাটারি প্যাক চার্জ হতে 5 ঘণ্টা সময় নেই। এটি সিঙ্গেল চার্জে 129 কিলোমিটার মতো রেঞ্জ দিতে পারে।‌

Okaya Ferrato Disruptor: ফিচার্স

এই ইলেকট্রিক বাইকে টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক আর মনোশক রেয়ার সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এর দুদিকেই 17 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। এছাড়া সামনের ও পিছনের চাকায় সুরক্ষার জন্য কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সহ ডিস্ক ব্রেকের ব্যবহার করেছে কোম্পানি। এই ইলেকট্রিক বাইকে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল রয়েছে। এতে স্পিড, মোটর আরপিএম ও ব্যাটারি লেভেল দেখতে পারবেন। এর সাথে আবার স্মার্টফোন কানেক্টিভিটির সুবিধা রয়েছে। এছাড়া জিও ফেন্সিং ও ভেহিকেল ফাইন্ডারের মতো সেফটি ফিচার রয়েছে এতে।

Okaya Ferrato Disruptor: প্রতিদ্বন্দ্বী

Okaya Ferrato Disruptor-র প্রতিদ্বন্দ্বী হল- Revolt RV400, Kabira Mobility KM3000 আর Matter Aera ও Tork Kratos। এই বাইকটিতে আপনারা 3 বছর অথবা 30 হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন।

Okaya Ferrato Disruptor: দাম

এই ইলেকট্রিক বাইকটির এক্স শোরুম দাম 1.60 লাখ টাকা। তবে ফাইন্যান্স প্ল্যানে এটি কেনা যাবে।

কীভাবে 15 হাজার টাকায় Okaya Ferrato Disruptor কিনবেন?

এই বাইকটির অন রোড দাম 1 লাখ 66 হাজার 128 টাকা। যদি 15 হাজার টাকা ডাউন পেমেন্ট করেন, সেক্ষেত্রে 9.7 শতাংশ সুদের হারে আপনাকে 4 বছরের জন্য প্রতি মাসে 3 হাজার 811 টাকা করে কিস্তি জমা করতে হবে।