Bike Loan

Odysse Snap: স্কুটি কিনতে ঝাঁপিয়ে পড়ল মানুষ! দাম মাত্র 65 হাজার, দৌড়বে 105 কিমি

Aindrila Dhani

Published on:

odysse-snap-price

আপনি কি নতুন ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন? আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটি ইলেকট্রিক স্কুটারের খোঁজ। বর্তমানে আমাদের দেশে দ্রুত হারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদার দিকে লক্ষ্য রেখেই একাধিক কোম্পানি বাজারে নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক স্কুটারের মডেল। এইসব ইলেকট্রিক স্কুটারগুলিতে আপনারা আধুনিক ফিচার ও এডভান্স টেকনোলজির ব্যবহার দেখতে পেয়ে যাবেন। আজ আমরা এমনই একটি ইলেকট্রিক স্কুটার সম্পর্কে আপনাদের বলব।

টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি প্রতিনিয়ত নতুন নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে চলেছে। এই প্রতিবেদনে আমরা কথা বলব Odysse Snap-এর সম্পর্কে। নিজের শক্তিশালী পারফরম্যান্স ও আধুনিক ফিচারের মাধ্যমে Ola ও TVS-এর মতো কোম্পানির ইলেকট্রিক স্কুটারকে টক্কর দিতে সক্ষম এই মডেলটি। এক চার্জে 105 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এর দামও সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে। জেনে নিন বিস্তারিত।

Odysse Snap ইলেকট্রিক স্কুটার

আপনারা জানিয়ে রাখি, Odysse মুম্বাই স্থিত একটি ইলেকট্রিক টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। নিজেদের ইলেকট্রিক স্কুটার গুলির কারণে আজ এই কোম্পানি ভারতে চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কোম্পানির প্রথম থেকেই সস্তায় ভালো ফিচার্স ও বেশি রেঞ্জের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে থাকে। সেগুলির মধ্যে থেকেই নতুন একটি মডেল হল Odysse Snap।

Odysse Snap: মোটর

এই ইলেকট্রিক স্কুটারে শক্তিশালী মোটার ব্যবহার করা হয়েছে। এতে আপনারা আরামদায়ক রাইডিং এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। Odysse Snap-এ 2000 ওয়াটের BLDC টেকনোলজির ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। এই মোটরের সাহায্যে ইলেকট্রিক স্কুটারটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ছুটতে পারে।

Odysse Snap: ব্যাটারি

এই ইলেকট্রিক স্কুটারে শক্তিশালী মোটরের পাশাপাশি ব্যবহার করা হয়েছে বড় ব্যাটারি প্যাক। এটি একবার সম্পূর্ণ চার্জ করতে সময় নেয় 4 ঘন্টা। সম্পূর্ণ চার্জ হয়ে গেলে কোন সমস্যা ছাড়াই 105 কিলোমিটার রেঞ্জ দিতে পারে Odysse Snap। এতে ব্যবহৃত ব্যাটারিতে IP67 রেটিং রয়েছে।

Odysse Snap ইলেকট্রিক স্কুটারের দাম

ভারতীয় বাজারে এই ইলেকট্রিক স্কুটারের দাম 65 থেকে70 হাজার টাকা। তবে আপনারা এতে ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন।