Bike Loan

Odysse Electric VADER: কম দামে বেশি মুনাফা! 140 কিমি রেঞ্জ নিয়ে বাজার মাতাতে নতুন ইলেকট্রিক বাইক, ভয়ঙ্কর গতি

Aindrila Dhani

Published on:

odysse-vader-electric-bike-review

আপনি কি নতুন বাইক কিনতে চাইছেন? কিন্তু পেট্রোলের উর্ধ্বমুখী দামের কারণে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হচ্ছে! তাহলে ইলেকট্রিক বাইক কিনে ফেলুন। এখন অনেকেই ইলেকট্রিক বাইক ব্যবহার করছেন। অল্প সময়ের মধ্যে ইলেকট্রিক টু হুইলারের চাহিদা এতটাই বেড়ে গেছে যে বেশ কিছু স্টার্টআপ কোম্পানি এই সেক্টরে নিজেদের প্রডাক্ট লঞ্চ করা শুরু করেছে। এমন একটি কোম্পানি হল Odysse Electric।

   

এটি উড়িষ্যার একটি স্টার্টআপ কোম্পানি। সম্প্রতি এই কোম্পানি নিজেদের নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। মডেলটি হল VADER। কম দামে ভালো রেঞ্জ ও দুর্দান্ত পারফরম্যান্স সহ এটি মার্কেটে উপলব্ধ করা হয়েছে। এই ইলেকট্রিক বাইকটির সম্পর্কে জেনে রাখুন।

Odysse Electric VADER: গতিবেগ

সবার প্রথমে আমরা এই ইলেকট্রিক বাইকটির গতিবেগ সম্পর্কে কথা বলব। আপনার মনে যেমন ভাবনা এসেছে একটা ভালো এবং সস্তা ইলেকট্রিক বাইক কেনার, ঠিক একইভাবে হাজারো মানুষের মনেও একই চিন্তা আসে। মানুষের চাহিদা দেখে ইলেকট্রিক বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তাদের বাইকের উৎপাদন বাড়িয়েছে। এখন তো চাহিদার সাথে সাথে দামও বেড়ে গেছে। তাই আপনি সস্তায় ইলেকট্রিক বাইক কিনতে চাইলে Odysse Electric VADER সম্পর্কে বিবেচনা করে দেখতে পারেন।

এই ইলেকট্রিক বাইকটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 85 কিলোমিটার বেগে ছুটতে পারে। কোম্পানি এই ইলেকট্রিক বাইকে 300 ওয়াটের বিএলডিসি টেকনোলজির শক্তিশালী ইলেকট্রিক মোটর ব্যবহার করেছে। যার কারণে এটি এত ভাল গতি দেওয়ার ক্ষমতা রাখে।

Odysse Electric VADER: রেঞ্জ

Odysse Electric VADER-এর ব্যাটারি সম্পর্কে কথা বলতে গেলে, এই ইলেকট্রিক বাইকে 3.9 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। কোম্পানি আপনাকে এর সাথে সুপারফাস্ট চার্জিং প্রদান করবে। যার সাহায্যে আপনি মাত্র 4 ঘণ্টার মধ্যে এই ইলেকট্রিক বাইকটিকে সম্পূর্ণ চার্জ করতে পারবেন। একবার সম্পূর্ণ চার্জ হলে এই ইলেকট্রিক বাইকটি 140 কিলোমিটার রেঞ্জ অতিক্রম করতে পারে।

Odysse Electric VADER: ব্রেকিং সিস্টেম

কোম্পানি এতে খুব ভাল মানের ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছে। যার কারণে আপনি ভাল নিরাপত্তা পাবেন। কোম্পানিটি তার ইলেকট্রিক বাইকে ডবল ডিস্ক ব্রেক কম্বিনেশন ব্যবহার করেছে। ফলে রাস্তা যতই খারাপ হোক না কেন বাইকটি একবার ব্রেক কষেই থামানো যাবে।

Odysse Electric VADER: দাম

এই ইলেকট্রিক বাইকটি ভারতীয় অটোমোবাইল বাজারে 1 লাখ 24 হাজার টাকার এক্স-শোরুম দামে উপলব্ধ।