Bike Loan

Odysse Electric Trot: দামে সবথেকে সস্তা, প্রতি মাসে কিস্তি মাত্র 3 হাজার টাকা! এক চার্জেই ছুটবে মাইলের পর মাইল

Aindrila Dhani

Published on:

odysse-electric-trot

Odysse Electric Trot: সামনেই রাখি পূর্ণিমা, এদিন বোনকে কিছু স্পেশাল গিফট করতে চাইছেন! তাহলে বাজেট ফ্রেন্ডলি দামে তাকে একটি ইলেকট্রিক স্কুটার গিফট করে দিন। ফাইন্যান্স প্ল্যানেও উপলব্ধ রয়েছে এই মডেলটি।

আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Odysse Electric Trot-এর সম্পর্কে। বর্তমান সময়ে পেট্রোল আর ডিজেলের উর্ধ্বমুখী দামের কারণে বহু মানুষ ইলেকট্রিক স্কুটারের ব্যবহার শুরু করেছেন। এতে যেমন জ্বালানি তেলের খরচ হয় না ঠিক তেমনভাবেই পকেটে একবারে অনেকটা জোর পড়ে না। আজকের এই ইলেকট্রিক স্কুটারটি আপনারা মাত্র 3 হাজার টাকার মাসিক কিস্তিতে কিনতে পারবেন।

   

Odysse Electric Trot: রেঞ্জ

এই ইলেকট্রিক স্কুটারে বড় ও শক্তিশালী ব্যাটারির ব্যবহার করেছে কোম্পানি। যা একবার সম্পূর্ণ চার্জ হলে 75 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এছাড়া দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে 250 ওয়াটের ইলেকট্রিক মোটর। এই মোটরের সাহায্যে Odysse Electric Trot প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার বেগে ছুটতে পারে। এটি আপনাদের RTO রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।

Odysse Electric Trot: সেফটি ফিচার

এই ইলেকট্রিক স্কুটারের সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনের দিকে 4 স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন রয়েছে। ব্রেকিং ডিউটির জন্য সামনের চাকায় ড্রাম ব্রেক আর পিছনের চাকায় ডিস্ক ব্রেকের ব্যবহার করেছে কোম্পানি।

Odysse Electric Trot: ফিচার্স

এই ইলেকট্রিক স্কুটারে এলইডি হেড লাইট, এলইডি টেইল লাইট, এনালগ অডোমিটার, জিপিএস, রিমোট স্টার্ট সিস্টেম সহ বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে।

Odysse Electric Trot: দাম

এই ইলেকট্রিক স্কুটারটির দাম 99 হাজার 999 টাকা। আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারেন। সেক্ষেত্রে 3 হাজার 23 টাকার মাসিক কিস্তিতে Odysse Electric Trot নিতে পারেন। এই সম্পর্কে বিশদ জানতে কোম্পানির নিকটবর্তী শোরুমে যোগাযোগ করুন।