বর্তমান সময়ে ইলেকট্রিক বাইকের ডিমান্ড চোখে পড়ার মতো। যে হারে পেট্রোল আর ডিজেলের দাম বেড়েছে, তা দেখে সাধারণ মানুষ আরো বেশি ইলেকট্রিক বাইকের উপর নির্ভর হয়ে পড়েছে। এখন প্রিমিয়াম কোয়ালিটির ইলেকট্রিক বাইক বাজারে উপলব্ধ রয়েছে। পেট্রোল চালিত বাইককে টক্কর দিতে প্রস্তুত নতুন ইলেকট্রিক বাইকগুলি।
তবে ইলেকট্রিক বাইক কিন্তু সবার পক্ষে কেনা সম্ভব নয়। আসলে এগুলি ব্যবহার করতে জ্বালানি তেলের অতিরিক্ত খরচ না হলেও, কিনতে গিয়ে অনেকেরই পকেটে টান পড়ে যায়। তাই আপনাদের জন্য আজ দারুন একটি অফার নিয়ে হাজির হয়েছি আমরা। মাত্র 50 হাজার টাকা খরচ করলেই পেয়ে যাবেন ইলেকট্রিক বাইক। কিভাবে? জেনে নিন এই প্রতিবেদনে।
বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে নিজের শখের জিনিস কিনতে অনেকেরই পকেটে টান পড়ে যাচ্ছে। আপনার যদি ইলেকট্রিক বাইক কেনার শখ থাকে, তাহলে মাত্র 50 হাজার টাকা খরচ করলেই বাড়িতে আনতে পারবেন এটি। এক চার্জে 187 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম এই ইলেকট্রিক বাইক। এতে রয়েছে আধুনিক ফিচার। আমরা আজকে কথা বলছি Oben Rorr-এর সম্পর্কে।
এই ইলেকট্রিক বাইক ভারতীয় মার্কেটে ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে। আজকের প্রতিবেদনে এই মডেলের সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। এটি 190 কিলোমিটারের দুর্দান্ত রেঞ্জ দিতে পারে। এটি মার্কেটে আপনারা ন্যূনতম 50 হাজার টাকায় নতুন মডেল কিনতে পারবেন।
Oben Rorr-এর ফিচার্স
এই ইলেকট্রিক বাইকটি 2023 সালে কোম্পানি ভারতীয় মার্কেটে লঞ্চ করেছিল। তবে সেই সময় এই গাড়ির পারফরমেন্স গ্রাহকদের মন জিততে পারেনি। তাই নতুন ভাবে Oben Rorr-এর আপডেটেড মডেল লঞ্চ করা হয়েছে। এই ইলেকট্রিক বাইকে এবার বড় ও শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। সাথে দেওয়া হয়েছে আধুনিক টেকনোলজির মোটর। মাত্র 2 ঘন্টায় এটি 0 থেকে 80 শতাংশ চার্জ হতে পারে। একবার সম্পূর্ণ চার্জে 187 কিলোমিটার থেকে 190 কিলোমিটার রেঞ্জ দিতে পারে নতুন Oben Rorr। এতে রয়েছে 12 হর্সপাওয়ারের ব্যাটারি। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার বেগে ছুটতে পারে এটি।
Oben Rorr-এর দাম
ভারতীয় মার্কেটে এই ইলেকট্রিক বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.5 লাখ টাকা থেকে। তবে 50 হাজার টাকার ডাউন পেমেন্ট করলেই এটি আপনারা ঘরে তুলতে পারবেন।